adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকে চুরি ঠেকাতে এবার ‘গণজিডি’

নিজস্ব প্রতিবেদক : এবার ব্যাংকের আশপাশের লোকজনের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য মাঠে নেমেছে সোনালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির সব শাখাকে ঘিরে ১০০ গজের মধ্যে অবস্থিত লোকজনের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানায় জিডি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে সোনালী ব্যাংক সূত্র জানিয়েছে।
পরপর দুবার সুড়ঙ্গ কেটে এবং ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্যাংকটি। তাই অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক টিম গঠন করে সব শাখার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে সব শাখার চারপাশে অবস্থিত বাসভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিক, ভাড়াটিয়া, কর্মচারীদের নাম-পরিচয়পত্র সংগ্রহ করে থানায় জিডি করতে হবে। শুধু তাই নয়, সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এবং জনসংযোগ কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন বলেন, সোনালী ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনার মধ্যে ব্যাংকের শাখা এলাকার আশপাশের লোকজন সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে এসব তথ্য ব্যাংক সংশ্লিষ্ট থানায় সংরক্ষণের কথাও বলা হয়েছে। সোনালী ব্যাংক জনগণের বিশ্বস্ততা অর্জন করতে সব ধরনের কাজই করে যাচ্ছে বলে জানান তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া