adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাছের সঙ্গে বিয়ে!

ডেস্ক রিপোর্ট : গাছের সঙ্গে গাছের বিয়ে ! গল্পের মতো শোনালেও এবার তা সত্যি সত্যি হয়েছে দিনাজপুরের রাজবাড়ীতে। বেশ ধুমধামের মধ্যেই হয়েছে গাছের জুটি বট-পাকুড়ের বিয়ে। জমজমাট এই আয়োজন হয়ে ওঠে ভক্ত ও পূর্ণার্থীদের অপূর্ব এক মিলন মেলা।সানাইয়ের সুর, নাচ-গান, সনাতন আচার পালন, বরযাত্রীর আগমন আর অতিথি আপ্যায়ন, কিছুরই কমতি নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয় এই বিয়েতে। গল্পের মতো শোনালেও এবার তা  সত্যি হয়েছে গাছের সঙ্গে গাছের বিয়ে। বট-পাকুড়ের বিয়ে।  দূর-দুরান্ত থেকে অসংখ্য ভক্তের আগমন।দিনাজপুর জেলা শহর থেকে ৩ কিলোমিটার উত্তর-পূর্ব কোণে ঐতিহাসিক নিদর্শন বাজবাড়ী। রাজবাড়ীতে শুক্রবার দিনব্যাপী ছিল ব্যতিক্রমী এই আয়োজন। গাছের প্রতি গভীর মমতাই ফুটে ওঠে আয়োজকদের মধ্যে। আয়োজক রবীন্দ্র নাথ চক্রবর্তী জানালেন, গাছ আমাদের অনেক কিছুই দেয়। মানুষ মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করলেও গাছ তা করে না। গাছ লালন-পলন করলে তা থেকে অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু সেই গাছ অবাধে নিধন চলছে। আমরা সেই গাছ রক্ষার্থেই আজকের এই উদ্যোগ নিয়েছি।বট-পাকুড়ের এই বিয়েতে খুশি বিয়ের ব্রাহ্মণ পূর্ণার্থীরা।  তারা জানান, ধর্মীয় প্রথা হলো,গীতাতে বর্ণনা আছে এবং ভগবান শ্রী কৃষ্ণ বিভুতিযোগে বৃক্ষের মধ্যে আমি অসত্য বৃক্ষ। সুতারাং বট-পাকুর গাছ অসত্য বৃক্ষ। এটা আমাদের আধ্যাতিক তথ্যে সনাতন ধর্মে পূর্ব থেকে প্রচলিত আছে।শিশুদের জন্যেও বাড়তি আনন্দ জুগিয়েছে এই আয়োজন।বর-কণের মালা বদল,নাচ-গান, সনাতন আচার পালন, আর অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে এই ব্যতিক্রম আয়োজন।পৌরাণিক কোনো গল্প নয়, বাস্তবে বিয়ে হয়ে গেলো বৃক্ষ বট-পাকুরের। এ বিয়েকে ঘিরে ঘটে গেলো ভক্ত আর পূর্ণার্থীদের অপূর্ব মিলন মেলা। তাই আর বৃক্ষ নিধন নয়, বৃক্ষ বেঁচে থাকুক, অনন্তকাল ধরে-এমনি প্রত্যাশা এই অনুষ্ঠানের আয়োজকদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া