adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার জোংড়া সীমান্ত থেকে আমিনুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।


বুধবার সকাল ৮টার দিকে জোংড়া সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।


আটক আমিনুর রহমান পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার উজির আলীর ছেলে।


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাটগ্রাম কোম্পানি কমান্ডার জোনাব আলী জানান, সকালে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গ রাজ্যের সাতগাছিয়া ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা আমিনুরকে আটক করে নিয়ে যায়।


বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খাঁন বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তারা পতাকা বৈঠকে বসতে নারাজ ও আটক ব্যক্তিকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে।


তবে আটক গরু ব্যবসায়ীকে ফেরত আনার ব্যাপারে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া