adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টা শেষ হলো না দুই বছরেও

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্যের কোনো কূলকিনারা হয়নি দুই বছরেও। নিহতদের পরিবার ও স্বজনরা বলছেন, এ হত্যা মামলায় কার্যকর কেনো তদন্তই হয়নি। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেপ্তার করার ঘোষণা দেয়া হলেও বিভিন্ন তত্ত্ব দিয়ে পার করা হয়েছে দু’বছর। তদন্ত সংশ্লিষ্টরা কখনো গ্রিলকাটা চোরের পেছনে ছুটেছেন। তারা আবার বলেছেন, রুনির মোবাইল ফোনের যোগাযোগেই হত্যার রহস্য আছে। ডিএনএ (বংশগতির ধারক) পরীক্ষায় প্রতিবেদের সূত্রেও খুনি শনাক্তের স্বপ্ন দেখিয়েছেন তদন্তকারীরা। আজ মঙ্গলবার দেশব্যাপী তোলপাড় সৃষ্টিকারী এ জোড়া খুনের দুই বছর পূর্ণ হয়েছে। তবে এখন তদন্তকারীরা বলছেন, তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতিই হয়নি।

এদিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের দু’বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক মহল ও নিহতের স্বজনরা দোয়া মিলাদসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, দু’বছরের তদন্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব সাগর-রুনির ফ্ল্যাটে কে কারা ঢুকেছে, তা-ই নিশ্চিত হতে পারেনি। তদন্তের শুরু থেকেই রুনির পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনকে সন্দেহের আওতায় রেখে তদন্তকাজকে স্থমিত করা হয়। একপর্যায় গ্রিলকাটা চোর, দারোয়ান ও রুনির বন্ধুকে ঘিরে তদন্তের গতি বাড়ানো হয়। গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন আটজনকে। তবে তাদের কাছ থেকে হত্যার মোটিভ উদ্ধার হয়নি। এখন ডিএনএ পরীক্ষায় রহস্যভেদ না হওয়ায় তদন্তেরর গতি আবারও স্থমিত করেছে র‌্যাব।

জানা গেছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর রুনির ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট ধরে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। এ সময় রুনির মোবাইল ফোন থেকে ঘটনার দিন সকাল ৭টা ২৫ মিনিট থেকে সাড়ে ৬ মিনিট আলাপনকে ঘিরে রহস্য দেখা দেয়। তবে নিহত দম্পতির শিশু সন্তান মেঘ ও স্বজনদের বর্ণনায় এ রহস্যের অবসান হয়। তারা জানায়, মেঘই তার মায়ের সাড়াশব্দ না পেয়ে মায়ের মোবাইল ফোন থেকে নানী নুরুন্নার মির্জাকে ফোন করে।

তদন্তের সময় রুনির মোবাইল ও ফেসবুকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ নিয়েও মুখরোচক গল্প প্রকাশিত হয় দায়িত্বহীন গণমাধ্যমে। তবে এর ফলশ্রুতিতে তদন্তে কোনোই অগ্রগতি হয়নি। এ সময় ডিবির তদন্তদল গ্রিল তত্ত্বেও মনোনিবেশ করে। সাগর-রুনির ফ্ল্যাটের রান্নাঘরের ছোট একটি গ্রিল বাকানো ছিল। আর সেই গ্রিল দিয়ে চোর ঢুকে দুইজনকে খুন করতে পারে কি না এর মহড়াও দিয়েছে ডিবি। পাঁচ বছরের শিশুর পক্ষে ঢোকা সম্ভব নয় এমন গ্রিলের ফাঁকে পেশাদার এক চোরকে ঢোকানোর চেষ্টা করে দেখেছে ডিবির দল।

এরপর হত্যাকাণ্ডের ৬২ দিনের মাথায় হাইকোর্টে ব্যর্থতার দায় স্বীকার করে ডিবি। আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করে র‌্যাব। ২০১২ সালের ২৬ এপ্রিল কবর থেকে নিহত দম্পতির লাশ উত্তোলন করে সংগ্রহ করা হয় ভিসেরা ও ডিএনএ পরীক্ষার নমুনা। এরপর দুই দফায় নমুনাগুলোর ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয় যুক্তরাষ্ট্রে।



সূত্র জানায়, সাগর-রুনির রক্তমাখা জামাকাপড়, বঁটি, ছুরি, মোজা ব্যবহার করা হয় ডিএনএ’র আলামত হিসেবে। ২০১২ সালের ডিসেম্বর মাসে একটি ডিএনএ রিপোর্টে রুনির কাপড় থেকে তৃতীয় এক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। তবে অন্তত ১১৬ জনের ডিএনএ নমুনার সঙ্গে মিলেনি সেই ডিএনএ প্রোফাইল। বিভিন্ন সময় এসব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাদের নমুনা সংগ্রহ করে র‌্যাব। তদন্তের সময় সাগর ও রুনির ছেলে মেঘের সঙ্গে কয়েক দফায় কথা বলে তারা। চিকিৎসকের পরামর্শে কাউন্সিলিং করা হয় মেঘের। ঘটনার প্রত্যক্ষদর্শী মেঘের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যই মিলেনি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের কাছে আগে থেকে ঘোষণা দিয়ে অগ্রগতির কথা জানান। এরপর গ্রেপ্তার করা হয় সাতজনকে। তাদের মধ্যে আছেন- রুনির পারিবারিক বন্ধু তানভীর রহমান। গ্রেপ্তার দেখানো হয় ২০১২ সালের আগস্টে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি রফিকুল ইসলাম, বকুল মিয়া, সাইদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় সাগর-রুনির বাড়ির নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পালকে।

ওই সময় ঘোষণা দেয়া হয় বাসার আরেক নিরাপত্তাকর্মী হুমায়ুন কবীর ওরফে এনামুলকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। গত বছর র‌্যাব এনামুলকেও গ্রেপ্তার করে। যদিও দুই নিরাপত্তা কর্মীকেই আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছিল ডিবি। এ আট আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের ডিএনএ নমূনাও পরীক্ষা করা হয়। তবে র‌্যাবের এ প্রচেষ্টায়ও কোনো সফলতা আসেনি।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, কয়েকটি ডিএনএ প্রোফাইল মিলিয়ে কাউকে শনাক্ত করা যায়নি। এখনো কিছু পরীক্ষা বাকি আছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত অনেক পরে পরীক্ষা করার কারণে প্রমাণ হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

জানতে চাইলে র‌্যাবে মামলার তদন্ত কর্মকর্তা, সিনিয়র এএসপি জাফরুল্লাহ খান বাংলামেইলকে বলেন, ‘তদন্তাধীন এ মামলার ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’

তবে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান বাংরামেইলকে বলেন, ‘উল্লেখ করার মতো কিছু পাইনি। ডিএনএ-এর অনেকগুলো রিপোর্টই এসেছে। সেখান থেকে খুনি শনাক্তের মতো কিছু পাওয়া যায়নি।’

সেই ফ্ল্যাটে এখনো তালা:

রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাড়ি ৫৮/এ/২-শাহজালাল রশিদ লজ। এই বাড়িরই চতুর্থ তলায় এ/৪ নম্বর ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন সাগর-রুনি। সেখানে গিয়ে দেখা গেছে, ফ্ল্যাটটির ফটকে এখনো তালা ঝুলছে। ভবনটির ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘তদন্ত হচ্ছে। র‌্যাব মাঝে-মধ্যে আসছে। তবে কী যে অগ্রগতি বা কী আমরা সেটা বলতে পারবো না।’

সাগর-রুনি খুনের সময় বাড়িটির নিরাপত্তার দায়িত্বে ছিল শেরে-এ-খোদা নামে একটি প্রতিষ্ঠান। গত বছরের জানুয়ারি থেকে সেখানে দায়িত্বপালন করছে ইমপ্রেস সিকিউরিটি নামে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর হোসেন বাংলামেইলকে বলেন, ‘অনেক দিন পরে দেড় মাস আগে র‌্যাব একবার আইছিল।’

ঘটনার দিন শিশু মেঘ, রুনির মা নুরুন্নাহার মির্জা ও ভাই রোমানের পর দুইজনের লাশ দেখেছিলেন বাড়ির গৃহকর্মী দিলারা বেগম। তিন/চার বার র‌্যাবের কাছে তিনি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। দিলারা জানান, খুব সকালে বাড়িতে ঢোকার সময় দিলারা পার্কিং ফ্লোরে দারোয়ান এনামুলকে ভাত রান্না করতে দেখেন। এরপর তিনি উপরে উঠে সিঁড়ি ঝাড়ু দেন ও মোছেন। এ সময় তিনি সাগর-রুনির ফ্ল্যাটের বাসার ঘরে রুনির মা নুরুন্নাহার মির্জা ও মেঘকে বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখেন। নিচে নেমে বেরিয়ে যাওয়ার সময় দেখেন রুনির ভাই রোমান হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকছেন। আর ফটকের বাইরে দাঁড়িয়ে আছেন রুনির আরেক ভাই। রোমান উপড়ে ওঠার পরই দিলারা চিৎকার শুনতে পান। দ্রুত ওই ফ্ল্যাটে গেলেও তিনি কিছু বুঝতে পরেননি। একপর্যায় তিনি কী হয়েছে তা বারবার জানতে চান। তখন রোমান তাকে বেডরুমে গিয়ে দেখতে ইশারা করেন।

দিলারার ভাষ্যমতে, তিনি লাশ দেখার আগে বাড়ি থেকে কাউকে বের হতে দেখেননি। বাড়িতে খুন হয়েছে-এমন কোনো আলামতও পাননি। তিনি জানান, প্রতিদিন সকালে তিনিই অন্য গৃহকর্মীদের আগে বাড়িতে ঢোকেন

স্বজন ও সহকর্মীরা হতাশায়:

রুনির ছোট ভাই ও হত্যা মামলার বাদী নওশের আলম রোমান বাংলামেইলকে বলেন, ‘কত কথা হলো। কত রকমের কাজ দেখলাম। কিন্তু কিছুই তো বের হলো না। আমরা শুধু দেখতে চাই খুনি কে বা কারা।’

সাগর সরওয়ারের মা সালেহা মনির বাংলামেইলকে বলেন, ‘৪৮ ঘণ্টার কথা বলে তারা দুই বছর পার করল। আমি শুধু প্রকৃত খুনিকে দেখতে চাই। নকল আসামি দেখিয়ে কী লাভ।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী বাংলামেইলকে বলেন, ‘চাঞ্চল্যকর খুনসহ অন্য অনেক ঘটনায় আমাদের পুলিশ, র‌্যাব ও গোয়েন্দারা দ্রুত অপরাধী গ্রেপ্তার ও রহস্যভেদ করতে পারলেও এ ক্ষেত্রে কেন পারছে না? এ হত্যার বিচার না পাওয়া পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে।’

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে ধানমণ্ডির দৃক গ্যালারিতে সোমবার থেকে তিন দিনব্যাপী এক প্রদর্শনী শুরু হয়েছে। এ প্রদর্শনীতে সাগর-রুনির ছবি ও ব্যবহৃত জিনিসপত্র স্থান পেয়েছে।

স্বজনরা জানান, মঙ্গলবার দুইজনের পরিবারই স্থানীয় মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নেসা রুনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া