adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবের অন্য রকম সন্ধ্যা

ঢাকা: শাকিব খান, বাংলা চলচ্চিত্রে এতো দিন যার পরিচয় ছিল কিং খান নামে, এবার ভিন্ন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন তিনি। নায়ক থেকে প্রযোজক শাকিবের পথ চলা শুরু হলো, ‘হিরো দ্য সুপার স্টার’ ছবির মহরতের মাধ্যমে।
সোমবার সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনের বল রুমে শাকিব প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘হিরো দ্য সুপার স্টার’ এর মহরত উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার নির্ধারিত সময়ের অনেক আগেই শাকিবকে শুভেচ্ছা জানাতে হাজির হন চলচ্চিত্র অঙ্গনের মানুষজন, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ শাকিব খানের বাবা-মা। কিন্তু চিত্রনায়িকা ববির আসতে দেরি হওয়ায়, নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক পর শুরু হয় কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলন।
অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আজ নতুন এক প্লাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আমি খুব নার্ভাস অনুভব করছি। কারণ আজ শুধু একটি সিনেমা শুরু নয়, আজ একটি আন্দোলন শুরু হচ্ছে। যেখানে আমার প্রযোজনার পাশাপাশি নতুন অধ্যায়ের শুভ সূচনা হচ্ছে। এখন যে জায়গায় কাজ করছি, সেখান থেকে আরেক ধাপ উপরে কাজ শুরু করছি।’
বক্তব্য দেয়ার এক পর্যায়ে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে শাকিব খান আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় অতিথি আসনে বসে থাকা শাকিব খানের মাও অশ্রু সংবরণ করতে পারেননি।
অনুষ্ঠানে শাকিব আরো বলেন, ‘আমার স্বপ্ন ছিল পার্শ্ববর্তী দেশের নামিদামি সিনেমা যেভাবে আন্তর্জাতিক বাজার দখল করেছে আমরাও একদিন সেই জায়গায় পৌঁছাবো। সেখানকার চেয়ে আমাদের মার্কেট অনেক বড়। তাই আমি চেষ্টা করবো আমার সেই স্বপ্নকে সফল করতে।’
অনুষ্ঠানের শুরুতে শাকিবের নতুন করে পথচলাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক চাষী নজরুল ইসলাম, সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, অভিনেতা আহমেদ শরীফ, মিশা সওদাগর, চিত্র নায়িকা অপু বিশ্বাস, ববি।
উল্লেখ, শাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্রে শাকিব ছাড়া আরো অভিনয় করছেন- অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগর, অমিত হাসানসহ আরো অনেকে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হতে যাওয়া ‘হিরো দ্য সুপার স্টার’ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া