adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ত্রাণবাহী গাড়িতে মর্টার হামলা

image_76659_0ঢাকা: শনিবার সিরিয়ায় হোমস শহর থেকে বেরোনোর পথে একটি ত্রাণবাহী গাড়ি মর্টার ও গুলিবর্ষণ করেছে অজ্ঞাত আক্রমণকারীরা।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতির পর হোমস শহরে জাতিসংঘ ও মুসলিম দেশগুলোর সেবামূলক প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট-এর যৌথ উদ্যোগে একাধিক ট্রাকযোগে ত্রানসামগ্রী পাঠানো হয়। ত্রানের তালিকায় ছিল বিশুদ্ধ পানি, খাবার ও ঔষধ। ত্রাণ বিতরণের পর শহর থেকে বেরোনোর পথে ট্রাকগুলোয় মর্টার ও বন্দুকযোগে আক্রমণ করে অজ্ঞাত আক্রমণকারীরা। এতে একজন চালক গুরুতর আহত হন এবং ত্রানবাহী ট্রাকগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘের হিউম্যানিটারিয়ান প্রধান ভ্র্যালেরি অ্যামোস এ ঘটনায় নিন্দা জানান এবং একইসঙ্গে ত্রাণ সরবরাহ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আবেদন জানান তিনি সিরিয় প্রশাসনের কাছে।
সিরিয় প্রশাসনের কাছ থেকে দুই ধরনের বিবৃতি পাওয়া গেছে। একটিতে বলা হয়েছে, এমন ন্যাক্কারজনক আক্রমণ ‘বিদ্রোহী’ যোদ্ধারা চালিয়েছে। অপর বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার বাশার আল আসাদের সেনাবাহিনীই দায়ী।  
ত্রাণবাহী ট্রাকগুলোয় অন্তত ৩০০০ মানুষের জন্যে উপযোগী ত্রানসামগ্রী মজুদ ছিল। শনিবার ত্রানবাহী কনভয়-এর ওপর বোমা ও গুলিবর্ষণের পরও ত্রাণদাতাদের দলটি সরবরাহ অব্যাহত রাখে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া