adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ু দূষণে বাংলাদেশ প্রথম

image_66087_0ওয়াশিংটন: বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশে বায়ু দূষণের হার সবচেয়ে বেশি। এছাড়াও দূষিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০ম। গ্লোবাল এনভায়রনমেন্টাল পারফর্মেন্স ইনডেস্ক (ইপিআই) ২০১৪ অনুযায়ী প্রকাশিত এক তালিকায় এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি প্রকাশিত হলো গ্লোবাল এনভায়রনমেন্টাল পারর্ফমেন্স ইনডেস্ক ২০১৪ প্রতিবেদনটি। বায়ু দূষনে বাংলাদেশের পর শীর্ষে রয়েছে নেপাল, চায়না, পাকিস্তান, ভারত, লাওস এবং ভুটান।

দেশগুলো দুষিত দেশগুলোর তালিকায় রয়েছে সেগুলো হলো সোমালিয়া (১৫ দশমিক ৪৭), মালি (১৮দশমিক৪৩), হাইতি (১৯ দশমিক ১), লিসোথো (২০ দশমিক ৮১), আফগানিস্তান (২১ দশমিক ৫৭), সিয়েরা লিওন (২১ দশমিক ৭৪), লাইবেরিয়া (২৩ দশমিক ৯৫), সুদান (২৪ দশমিক ৬৪), কঙ্গো (২৫ দশমিক ১) এবং বাংলাদেশ (২৫ দশমিক ৬১)।

বিভিন্ন পরিসংখ্যান বিবেচনা করে এ রিপোর্টের অন্যতম নির্মাতা আমেরিকার  ইয়েল ইউনিভার্সিটি। এ র্যা ঙ্কিং তৈরিতে পরিবেশগত মোট আটটি বিষয় বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যগত প্রভাব, বায়ুর মান, পানি ও পয়োঃনিষ্কাশন, পানিসম্পদ, কৃষি, বনায়ন, মাছ ও জীববৈচিত্র্য এবং বাসস্থান। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে খারাপ অবস্থার দেশগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক বিবাদে লিপ্ত।

এ তালিকায় সবচেয়ে কম দূষণের দেশ হিসেবে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। এরপর রয়েছে লুক্সেমবার্গ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও চেক রিপাবলিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া