adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন রোববার

image_75002_0ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী ও সাবেক বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী রোববার পুনঃনির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ  এ দিন ধার্য করেন।
এর আগে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন। 
পরে ১৩ জানুয়ারি কায়সারের পক্ষে অভিযোগ গঠনের বিরোধীতা করে আদালতে শুনানি শেষ করেন তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।
১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক উক্ত অভিযোগ দাখিল করেন।
গত ১৫ মে বুধবার কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর ২১ মে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেপ্তার করে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
এরপর গত ৩০ জুলাই কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল-২।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া