adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সচিবের সেই গাড়ি আবারও উল্টো পথে ধরা

CARনিজস্ব প্রতিবেদক : উল্টো পথে চলতে গিয়ে ফের রাজধানীর বাংলামোটরে জরিমানা গুনতে হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) মাফরুহা সুলতানার গাড়ি চালককে। গতকাল একই গাড়িতে সেই চালক বাবুল মোল্লা রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে চলায় ট্রাফিক পুলিশ মামলাসহ জরিমানা করেছিল।

২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে বাংলামোটরে উল্টো পথে চলা গাড়ি ও চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজউদ্দিন আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) রিফাত আহমেদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি’র দক্ষিণ ট্রাফিক বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার মো. আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালানো হয়। বাংলামোটরে ২ ঘণ্টার অভিযানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের গাড়ি আটকানো হয়। সচিব মাফরুহা সুলতানার গাড়ি চালক ছিলেন বাবুল মোল্লা।

যাকে গতকাল (রোববার) হেয়ার রোডে উল্টো পথে চলায় মামলাসহ জরিমানা করা হয়েছিল। মামলা দেয়ায় এক সার্জেন্টকে বলেছিলেন, নতুন কোনো আইন হয়েছে নাকি? অবশ্য আজ কেন উল্টো পথে চলছেন জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।

এছাড়া পুলিশের সিআইডি’র এক এসপি পদমর্যাদার গাড়ি এবং ৮টি মোটরসাইকেলের চালককেও জরিমানা গুনতে হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া