adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারেককে খালাস দেয়া বিচারকের ‘দেশত্যাগ’

image_73881_0ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবৈধভাবে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় তাকে খালাস দেয়া বিচারক মোতাহার হোসেন ‘দেশত্যাগ করে মালয়েশিয়া চলে গেছেন’। তার দেশত্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞা ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উচ্চ পর্যায়ের একটি বিশ্বস্ত সূত্র বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।গত বছরের ডিসেম্বরে অবসরে যাওয়া মোতাহার হোসেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত বছরের ১৭ নভেম্বর তাকে খালাস দেন আদালত। একই মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।
এরপর এ বছরের ১৯ জানুয়ারি তারেক রহমানকে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।  
এরপরই মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তার সম্পদের উৎসের অনুসন্ধান শুরুর ইঙ্গিত দেয় দুদক। এ লক্ষ্যে একজন কর্মকর্তাও নিয়োগ করে দুদক। সেই সঙ্গে মোতাহার হোসেনের বিদেশ ভ্রমণেও ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া