adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালের বিরুদ্ধে সাফের আগে আমিরাতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ সেপ্টেম্বর থেকে নেপালে শুরু হতে নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ দুটি খেলতে ঢাকায় আসার ব্যাপারে মৌখিকভাবে সম্মতি জানিয়েছে আরব আমিরাত। এখন আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে বাফুফে। এ তথ্য দিয়েছেন বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

আগামী ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর ঢাকায় হবে ম্যাচ দুটি। গত জুনে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ কমলাপুরের মেয়াদ উত্তীর্ণ টার্ফে অনুষ্ঠিত হলেও আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজন করতে চায় বাফুফে। এ ব্যাপারে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ম্যাচ দুটি খেলার ব্যাপারে আরব আমিরাত রাজি হয়েছে। আমরা তাদেরকে চিঠি দিতে বলেছি। আশা করি দ্রুতই চিঠি দিবে তারা। বসুন্ধরার (কিংস অ্যারেনা) মাঠে ম্যাচ আয়োজনের চেষ্টা করবো, যদি না হয় তাহলে কমলাপুরেই হবে।

নারী ফিফা র‌্যাংকিংয়ে ১০৪তম স্থানে আরব আমিরাত। বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৪৭তম। সাফের আগে ম্যাচ দুটি কাজে দিবে সাবিনা-কৃষ্ণাদের। সর্বশেষ গত জুনে বাংলাদেশের মেয়েরা দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে মালয়েশিয়ার বিপক্ষে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে ৬-০ গোলে হারিয়েছিল মালয়েশিয়াকে। দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া