adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় বন্দি নির্যাতনের রোমহর্ষক বর্ণনা

image_73687_0ঢাকা: সিরিয়ায় বন্দি নির্যাতন ও হত্যা নিয়ে ভয়াবহ চাপের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন আসাদ প্রশাসন। সেখানে মোট ১১ হাজার বন্দিকে ভয়াবহ নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে নতুন প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে। এসব ঘটনার স্পস্ট প্রমানসহ সিরিয়ার যুদ্ধাপরাধ বিষয়ক মামলার সঙ্গে জড়িত তিন প্রসিকিউটরের প্রতিবেদনের ভিত্তিতে এই রেপোর্ট প্রকাশ করা হয়েছে।
সিরিয়ান পুলিশের সাবেক এক ফটোগ্রাফারের তোলা বন্দি নির্যাতন ও হত্যার বিপুল সংখ্যক ছবি পরীক্ষা-নিরীক্ষা করে মঙ্গলবার কাতার সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট প্রকাশ করা হয়। এই রেপোর্টে কারাগারে আটক বন্দিদের মধ্যে অনাহার, শ্বাসরোধ করে এবং পিটিয়ে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া প্রকাশিত ছবিতে মৃতদেহে ক্ষতের চিহ্নিও দৃশ্যমান হয়েছে।
রিপোর্টটি তৈরি করেছেন সিয়েরা লিওন বিষয়ক বিশেষ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর ডেসমন্ড ডি সিলভা, সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট স্লবোদান মিলোসেভিকের বিচারের সময়কার সাবেক প্রধান প্রসিকিউটর জিওফ্রে নাইস ও লাইবেরিয়ান প্রেসিডেন্ট চার্লেস টেইলরের বিশেষ প্রসিকিউর ডেভিড কার্নি। তারা রিপোর্টে সিরিয়ার সাবেক ওই পুলিশ ফটোগ্রাফারের প্রত্যক্ষ বর্ণনা ও তার তোলা ছবি প্রমাণ হিসেবে দাখিল করেন।
বর্ণনায় সিরিয়া পুলিশের সাবেক ওই ফটোগ্রাফার কারা অভ্যন্তরে বন্দিদের ওপর আসাদ সরকারের নির্যাতনের রোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। তিনি জানান, তার মূল দায়িত্ব ছিলো বন্দিদেরকে মৃত্যু পরোয়ানা দেয়া এবং হত্যা করার পর তাদের লাশের ছবি তোলা। এভাবে আসাদ সরকারের এজেন্টরা এক একজন বন্দিকে হত্যা করতে ১৫ থেকে ৩০ মিনিট সময় নেয়া হতো। এভাবে আসাদের দোসররা প্রতিদিন অন্তত ৫০ জনকে হত্যা করতো বলে জানান তিনি।
তবে সিরিয়ান সরকার এই রিপোর্টে উল্লেখিত সব অভিযোগ অস্বীকার করেছে।
এই রেপোর্ট এমন এক সময়ে প্রকাশ করা হলো যখন তার ঠিক একদিন পরেই সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানে সুইজারল্যান্ডে বৈঠকে বসার কথা রয়েছে বিশ্বনেতাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া