adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির গণসমাবেশ কাল, ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

খালেদা জিয়া_12372ঢাকা: সোমবার রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে বিএনপির গণসমাবেশ উপলক্ষ্যে রাজধানীতে ব্যাপক শোডাউনের পরিকল্পনা নিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সমাবেশে বক্তব্য রাখবেন।
৫ জানুয়ারি নির্বাচনের পর এটাই হবে খালেদা জিয়ার প্রথম গণসমাবেশ। এ কারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কর্মসূচি সফল করতে নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। হাইকমান্ডের নির্দেশে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোয় চলছে সর্বাত্মক প্রস্তুতি।
এ সমাবেশে নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে শিগগিরই দেশের বিভিন্ন শহরে সভা-সমাবেশে নিজের যোগ দেয়ার ঘোষণাও দিতে পারেন খালেদা জিয়া। দলীয় সূত্রগুলো জানিয়েছে এ তথ্য।
৫ জানুয়ারির নির্বাচনের পর গত ১৫ জানুয়ারি বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন। ভোট বর্জনের জন্য দেশবাসীকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানাতে সারাদেশে মহানগর, জেলা ও উপজেলায় সভা-সমাবেশ ও শোভাযাত্রার এ কর্মসূচি দেন তিনি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এ সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে ইতোমধ্যে ডিএমপিতে আবেদন করেছে বিএনপি।
খালেদা জিয়ার নির্দেশে দলের দায়িত্বশীল নেতারা রাজধানীর সমাবেশ সফল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণসমাবেশে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে বিএনপি নেতাকর্মীদের অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সকাল থেকেই সমাবেশস্থলে হাজির হওয়ার নির্দেশও রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, বিএনপির সমাবেশের অনুমতির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিএনপির সমাবেশ নিয়ে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে পুলিশ এ ব্যাপারে আলাপ-আলোচনা করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া