adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবরের চেয়ে রিজওয়ান ভালো অধিনায়ক: শাহীন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের নেতৃত্ব পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি। দায়িত্ব পাওয়ার পরদিনই বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মাঝে কে ভালো অধিনায়ক এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল তাকে। যেখানে অধিনায়ক হিসেবে বাবরের চেয়ে রিজওয়ানকে এগিয়ে রেখেছেন বাঁহাতি এই পেসার।

২০১৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন বাবর। তার অধীনে খেলা ৪০ ম্যাচের ২৬টিতে জয় লাভ করেছে পাকিস্তান। এদিকে হেরেছে ৯টি ম্যাচে। সর্বশেষ ৯ ম্যাচের আটটিতেই জয় পেয়েছে পাকিস্তান।
এদিকে ওয়ানডেতে ৯ ম্যাচের ৪টিতে জিতেছে তার দল। টেস্টে বাবরের অধীনে একটি টেস্ট হারলেও পাকিস্তান জয় পেয়েছে সাতটি ম্যাচে। পরিসংখ্যানের দিক থেকে

বেশ সফল বাবর। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিলেও এখন পর্যন্ত জাতীয় দলের অধিনায়কত্ব করা হয়নি রিজওয়ানের।
বাবরের চেয়ে রিজওয়ানকে এগিয়ে রাখার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন শাহীন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রিজওয়ানের ব্যক্তিত্ব পছন্দ করি। আমি খাইবার পাখতুনখাওয়ার থেকে ঘরোয়া প্রতিযোগিতা খেলা শুরু করেছি। আমি তাকে সেরা হিসেবে মূল্যায়ন করব। যেহেতু বাবর জাতীয় দলের হয়ে দুর্দান্ত কাজ করছে তাই তাকে দুইয়ে রাখব।

অধিনায়ক হিসেবে বাবরকে দুইয়ে রাখলেও ব্যাটার হিসেবে তাকে সবার উপরে রেখেছেন শাহীন। যেখানে তিনি জানিয়েছেন, বাবর তার পছন্দের এবং নাম্বার ওয়ান ব্যাটার। বাবরের অধীনে জাতীয় দল অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে সেটি অবশ্য স্বীকার করেছেন শাহীন। বাঁহাতি এই পেসার বলেন, বাবর আজম আমার প্রিয় ব্যাটার এবং এক নম্বর ব্যাটার। জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে দারুণ কাজ করছে এবং তার অধীনে আমরা অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছি। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া