adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত নেতা সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠন

image_70164_0ঢাকা: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই সঙ্গে আগামী ২৮ জানুয়ারি এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আসামীপক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং রাস্ট্রপক্ষে সুলতান মাহমুদ সীমন উপস্থিত ছিলেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে এ মামলার কার্যক্রম চলবে বলেও ট্রাইব্যুনালের আদেশে বলা হয়।

সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর সুবহানকে আসামীর ডক থেকে সাক্ষীর ডকে নিয়ে বসানো হয়। অতঃপর তার বিরুদ্ধে আনিত নয়টি অভিযোগ তাকে পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির। এরপর আদালত বলেন, আমরা অভিযোগগুলো দেখেছি, পর্যবেক্ষণ করেছি এবং অভিযোগ গঠন করছি।

এর আগে গত ২৩ অক্টোবর জামায়াত নেতা সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

গত ১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।

এর আগে ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।

আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ আট ধরনের নয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ১৫ এপ্রিল থেকে সুবহানের বিরুদ্ধে তদন্ত শুরু করে গত ১২ সেপ্টেম্বর তদন্ত কাজ সম্পন্ন করেন তদন্ত সংস্থা।

তদন্তের স্বার্থে গত ১ সেপ্টেম্বর সেফহোমে নিয়ে সুবহানকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত সংস্থা।

৯টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে সুবহানের বিরুদ্ধে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া