adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে অধ্যক্ষের পদ দখলের অভিযোগ

image_68883রাজশাহী: পবা উপজেলার দারুসা কলেজের বরখাস্ত হওয়া অধ্যক্ষ আব্দুল মান্নান অস্ত্রের মুখে আবারও কলেজের দায়িত্ব নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনি দায়িত্বভার নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী। এ ঘটনায় পবা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি।আশরাফ আলীর অভিযোগ, স্বজনপ্রীতি, কলেজের অর্থ আত্মসাতসহ নানা অনিয়মরে অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানকে জেলা প্রশাসকের নির্দেশে কলেজ পরিচালনা পরিষদ ২০০৯ সালে বরখাস্ত করেন। এর প্রতিবাদে আব্দুল মান্নান উচ্চ আদালতে সম্প্রতি রিট করেন। তবে এখনো মামলার কোনো সুরাহা হয়নি।এরই মধ্যে সোমবার সকালে তিনি দলবল নিয়ে কলেজে উপস্থিত হয়ে তার কাছ থেকে অফিস কক্ষের চাবি কেড়ে নেন। তাকে ঘরের মধ্যে আটকে রেখে অস্ত্রের মুখে অধ্যক্ষ আব্দুল মান্নানের কাছে কলেজ অধ্যক্ষের দায়িত্বভার হস্তান্তরের একটি কাগজে স্বাক্ষর করে নেন।

এসময় কোনো উপায় না দেখে তাতে স্বাক্ষর করেন বলেও নিশ্চিত করেছেন আশরাফ আলী।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা বলেন, ‘জোর করে দায়িত্বভার গ্রহণের বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’
তবে জোর করে ক্ষমতা গ্রহণের কথা অস্বীকার করে অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, ‘নিয়ম মতো যেভাবে ক্ষমতা হস্তান্তর হয়-সেটিই করা হয়েছে। কাউকে জোর করা হয়নি।
আশরাফ আলী স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছেন বলে দাবি করছেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া