adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেভেল ফিল্ড না হলে সহিংসতা থামবে না

image_66274_0ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক জাতিসংঘের প্রতিনিধি দলকে বলেছেন, ‘দেশে যে সহিংসতা চলছে তাতে নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় তাহলে বর্তমান সঙ্কট থেকে উত্তরণের কোনো পথ নেই। জামায়াত দেশের প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছে। এ নির্বাচনে জামায়াত একটি ফ্যাক্টর।’সোমবার বেলা সোয়া ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের সঙ্গে তারানকো প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠক শেষে ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘সফররত জাতিসংঘের দূতের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। তাদের সঙ্গে আমাদের আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু ও লেভেল প্লেইং ফিল্ড হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের বলেছেন, অব্যাহত সহিংসতা কমিয়ে আনতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে।’
দলের নিবন্ধনের কথা উল্লেখ করে ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে কথা হয়েছে। তাদেরকে আমরা বলেছি, এ সমস্যারও সমাধান করা সম্ভব। এর আগে সব নির্বাচনে জামায়ায়াতে ইসলামী অংশ নিয়েছে। সংসদের প্রতিনিধিত্ব করেছে। সুতরাং জামায়াত নির্বাচনের জন্য একটি ফ্যাক্টর। এদেশে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্ভব।’
কাদের মোল্লার বিচার প্রসঙ্গে জামায়াতের এ নেতা বলেন, ‘এ বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। সবাই এর বিচার চায়, কিন্তু বিচারের মান অনেক নিচু। দেশীয় মানের বিচার প্রক্রিয়া। এব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। জেনেভার নেভি পিল্লাই এ বিচার নিয়ে বক্তব্য দিয়েছেন। সে বিষয়েও তাদের জানানো হয়েছে।’
ব্যারিস্টার আবদুর রাজ্জাক  বলেছেন, ‘কাদের মোল্লার বিচারের বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি দল আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি, সরকার হয়ত প্রসেসকে না মেনে সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করতে পারে। আমরা এ আশঙ্কার কথা তাদের জানিয়েছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া