adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানা প্লাজায় নিখোঁজদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Enan-cynmn--OT-72520131206144941শুক্রবার সকাল থেকে সাভার সেনানিবাস মর্ণিং গ্লোরি স্কুল মাঠে রানা প্লাজা ধসে নিখোঁজ ১৫৯ জনের উত্তরাধিকারীকে এ আর্থিক সহায়তা প্রদান করেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, এনডিসি, পিএসসি। 
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে উদ্ধার অভিযান চালাকালীন জেলা প্রশাসন ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সাভার বাজার শাখায় স্থাপিত যৌথ একাউন্টে বিভিন্ন ব্যক্তি/সংস্থা কর্তৃক জমাকৃত টাকা থেকে নিখোঁজ ব্যক্তিবর্গের উত্তরাধিকারীদের মধ্যে সমভাবে বন্টন করে ২৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।  
সাহায্য প্রদান শেষে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, এনডিসি, পিএসসি সাংবাদিকদের জানান, দীর্ঘ ৮মাস ধরে রানা প্লাজায় ক্ষতিগ্রস্তরা তাদের স্বজনের ছবি নিয়ে কাটা তারের বেড়ার সামনে দাঁড়িয়ে থাকতো। 
আমরা বিভিন্ন সংগঠনের কাছে সহায়তা চেয়ে না পাওয়ায় নিজেদের লোকজনকে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি পাঠিয়ে নিখোঁজ ব্যক্তির স্বজনদের খুঁজে খুঁজে তাদের পরিচয় নিশ্চিত হয়ে এখানে ডেকে এনেছি।
তিনি আরো বলেন, এখানে দেশ-বিদেশ থেকে কোনো সহায়তা না আসায় তাদের সম্পূর্ন ক্ষতিপুরন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

তাই মানবিক দিক বিবেচনা করে তাদেরকে আমি আমার সৈনিক ও অফিসার ও সাধারণ মানুষের সহায়তা থেকে অল্প অল্প করে জমিয়ে আজকে নিখোঁজ ব্যক্তিবর্গের পরিবারবর্গকে প্রথম বারের মতো ২৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হলো।
এছাড়া ভবন ধ্বসের ঘটনায় যারা আহত-নিহত ও নিখোঁজ রয়েছে তাদের প্রত্যেকের তালিকা আমাদের কাছে আছে। তাদের ক্ষতিপুরন দেওয়ার জন্য বিশেষ কমিটির মাধ্যমে দেশের বরেণ্য ব্যক্তিরা কাজ করছে।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত মহামান্য হাইকোর্টের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। শিগগিরই তালিকা অনুযায়ী হাইকোর্টের নির্দেশে সকলের ক্ষতিপূরন নিশ্চিত করা হবে।
অন্যদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আর্থিক সহায়তা নিতে আসা নিখোঁজ ব্যক্তিবর্গের স্বজনেরা জানিয়েছে এতোদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও প্রিয়জনের কিংবা লাশের সন্ধান কিংবা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাইনি। আজকে সেনাবহিনীর সহায়তায় কিছু নগদ অর্থ মিললেও তারা তাদের স্বজনদের লাশের সন্ধান চান। 
উল্লেখ্য  রানা প্লাজা ধ্বসে প্রাথমিকভাবে নিখোঁজ ৩২৯ জন ব্যক্তির তালিকা বিজিএমই এর সহায়তায় উপজেলা প্রশাসন, সাভার কর্তৃক প্রস্তুত করা হয়। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন কর্তৃক তালিকাটি বিভিন্নভাবে বিশেষত মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

পরবর্তীতে উক্ত ২৬১ জনের মধ্যে ডিএনএটেষ্ট এর মাধ্যমে ১০২ জনের পরিচিতি নিশ্চিত করা হয়। সনাক্ত করা সম্ভব হয় নাই এরকম ১৫৯ জন নিখোঁজ ব্যক্তিবর্গের উত্তরাধিকারীদেরকে আজ আর্থিক সহায়তা প্রদান কর হয়। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া