adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদের কাছে জাপা মন্ত্রীদের পদত্যাগপত্র জমা

wncn-yrnqre-OT20131205183742ঢাকা: বর্তমান নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের লক্ষ্যে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির ৫ নেতা। 

বৃহস্পতিবার সাড়ে ৫টায় বারিধারাস্থ এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব ও বর্তমান নির্বাচনকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রুহুল আমীন হাওলাদার। 

অন্য যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা হলেন, প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রওশন এরশাদ, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম। 

অপর দুইজনও রাতেই তাদের পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন রুহুল আমিন হাওলাদার। তারা হলেন, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু।এর আগে গত মঙ্গলবার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি বুধবার নির্বাচনকালীন সরকার থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন এরশাদ।এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দিনভর চলে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ নাটক।দুপুর সাড়ে বারোটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির ৫ মন্ত্রী ও উপদেষ্টা।তখন ধারণা করা হয়েছিলো পদত্যাগ পত্র জমা দিতেই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন তারা। তবে শেষ পর্যন্ত অবশ্য তারা পদত্যাগ পত্র জমা দেননি।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে রওশন এরশাদ, রুহুল আমীন হাওলাদার, জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু যান এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসভবনে। সেখানে এরশাদের সঙ্গে বৈঠকে মিলিত হন জাতীয় পার্টির সিনিয়র নেতারা। ওই বৈঠক থেকে বেরিয়েই রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের  এরশাদের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে জাতীয় পার্টির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর সফররত রাষ্ট্রপতি 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া