adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে প্রথমবারের মত ভোট প্রদান করল ফিলি¯িত্মন

20131118195120754734_20জাতিসংঘে প্রথমবারের মত ভোট দিল ফিলি¯িত্মন। সংস্থাটির সাধারন অধিবেশনে নিয়মিত ভোট প্রদানের অংশ হিসেবে ফিলি¯িত্মন ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মত ভোট দেয়, যেটা কিনা একটি স্বাধীন ফিলি¯িত্মন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।
 
এর আগে সাবেক যুগোসøাভিয়ার বিচারের জন্য আšত্মর্জাতিক আদালতের একজন বিচারক বাছাইয়ের জন্য জাতিসংঘের ১৯৩ স্থায়ী রাষ্ট্রগুলো নিয়মিত আধিবেসনে ভোট প্রদান করে, তারই অংশ হিসাবে ফিলি¯িত্মন প্রথমবারের মত জাতিসংঘের কোন সংস্থায় ভোট প্রদানের অধিকার পেল। 
 
জাতিসংঘে ফিলি¯িত্মনের প্রধান পর্যক্ষেক রিয়াদ মানসুর ভোট দিয়ে বলেন ‘আজ এই দিনটি ফিলি¯িত্মনিদের জন্য বিশেষ একটি মর্যাদাপূর্ন দিন, দীর্ঘ সংগ্রামের পর আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি যদিও ব্যাপারটা প্রতীকি কিন্তুু মনে হচ্ছে আšত্মর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ফিলি¯িত্মনকে পূর্নসদস্যের মর্যাদা দিতে আগ্রহী যেটি স্বাধীন ফিলি¯িত্মন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ’।
 
এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে জাতিসংঘ ফিলি¯িত্মনকে ভ্যাটিকানের মত অস্থায়ী সদস্য রাষ্ট্রের মর্যাদা প্রদান করে।
 
মানসুর আশা করেন ফিলি¯িত্মন শিগ্রই জাতিসংঘের স্থায়ী সদস্যপদ লাভ করবে যদি যুক্তরাষ্ট্র যদি কোন রকম বাধা না সৃষ্টি করে। 
 
এই নতুন মর্যাদা ফিলি¯িত্মনকে জাতিসংঘের অধিবেশনে ভোট প্রদান ও অন্যান্য আšত্মর্জাতিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষমতা প্রদান করেছে। এবং ইতি মধ্যে দেশটি জানিয়েছে যে তারা বিভিন্ন সংস্থায় যোগ দেবে এমনকি রোম চূক্তির মত বিভিন্ন চূক্তিতে স্বাক্ষর করবে।   
 
উল্লেখ্য ফিলি¯িত্মন ২০১১ সালের আইসিসির আধিবেশনে যোগ দেয়নি বরং তারা জাতিসংঘের প্যারিস ভিত্তিক সংগঠন ইউনে¯ো‹ার অধিবেশনে যোগ দেয় যার ফলে আমেরিকা ও ইসরাঈল সংস্থাটিতে অর্থ সাহায্য বন্ধ করে দেয়।
 
বিগত বছর ফিলি¯িত্মন জাতিসংঘের পূর্নসদস্যপদ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালায়, কিন্তুু শুধুমাত্র আমেরিকার ভেটো দেওয়ার হুমকির কারনে সংস্থাটি ফিলি¯িত্মনকে পূর্ন সদস্যপদ না দিয়ে অস্থায়ী সদস্য রাষ্ট্রের মর্যাদা দেয়। 
 
যেহেতু সাধারন পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা কোন রাষ্ট্রেরই নেই তাই ফিলি¯িত্মন সহজে জাতিসংঘের বর্তমান মর্যাদা লাভ করে। আলজাজিরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া