adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাত্মায় নেমে আসতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ

a2বাংলাদেশে সাধারণ মানুষ রা¯ত্মায় নেমে দুই প্রধান রাজনৈতিক দলের প্রতি তাদের হত্যাশা ব্যক্ত করতে পারে। এমন পরিস্থিতির দিকেই দেশটি এগুচ্ছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়াল। 
 
নিশা দেসাই বিসওয়াল তিনদিনের সফরে ঢাকা রয়েছেন। এদিকে একই সময়ে রয়র্টার্স প্রকাশ করেছে তার লেখা ‘দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের জন্য সংগ্রাম’ শিরোনামের একটি নিবন্ধ। আর তাতেই নিশা দেসাই বাংলাদেশ সম্পর্কে তার মনোভাব ও পর্যালোচনা তুলে ধরেছেন। 
 
নিশা বলেছেন, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বিরাজমান সঙ্কট ক্রমেই এতটা ঘণীভূত হচ্ছে যে, এ থেকে মুক্তি পেতে এদেশের সাধারণ মানুষই একদিন রা¯ত্মায় নেমে আসতে পারে, ব্যক্ত করতে পারে তাদের হতাশা।  
 
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে নিশা দেসাই তার নিবন্ধে আরও লিখেছেন, এই দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি আসছে শীতে অনুষ্ঠেয় নির্বাচনটি কিভাবে সংগঠিত হতে পারে তা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত। এতে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। রাস্তায় মিছিল, সমাবেশ, ধর্মঘট চলছে যা প্রায়শই হয়ে উঠছে ধংসাত্মক ও সহিংস। 
 
নিশা দেসাই বলেন, দুই পক্ষ আগামী নির্বাচনকালীন অšত্মর্র্বতী সরকারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে যত দেরি করবে, দেশের সাধারণ মানুষের রাস্তায় নেমে তাদের হতাশা ব্যক্ত করার বিষয়টি ততই ত্বরান্বিত হবে।
 
নিবন্ধের শুরুতেই নিশা দেসাই বলেন, উপনিবেশিক শাসনের পর এই প্রথম দক্ষিণ এশিয়ার সবক’টি দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় এসেছে। ভুটান থেকে বাংলাদেশ, কাবুল থেকে কাঠমান্ডু সর্বত্রই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সক্রিয়। এসব দেশের মানুষ নিজেরাই সিদ্ধাšত্ম নিতে পারছে কে তাদের শাসন করবে কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রযন্ত্র। 
 
তবে এরই মধ্যে বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপে সঙ্কট উদ্বেগজনক উল্লেখ করে নিশা দেসাই বলেন, এ অবস্থায় দক্ষিণ এশিয়ার গণতন্ত্র সমুন্নত রাখতে আন্তর্জাতিক কমিউনিটির সম্পৃক্ততা প্রয়োজন।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং আšত্মর্জাতিক কমিউনিটির পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক দলগুলোর নেতৃত্বের প্রতি এই প্রক্রিয়ার সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে। 
 
বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মধ্য দিয়েই দক্ষিণ এশিয়ার দেশে দেশে এই গণতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব, বলেন নিশা দেসাই বিসওয়াল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া