adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে রিয়ালের বিরুদ্ধে ইতিহাস রচনা করতে পারে অ্যাতলেতিকো

REALস্পোর্টস ডেস্ক : রিয়ালের বিপক্ষে অসম্ভব সাধনের স্বপ্ন অ্যাতলেতিকোর ইতিহাস লিখতে পারবে অ্যাতলেতিকো মাদ্রিদ? বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে দলটি। উত্তেজনাকর মাদ্রিদ ডার্বির আগে শুরুর ওই প্রশ্নটাই কেবল উড়াউড়ি করছে। প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেতিকোকে ৩-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে রিয়াল। হ্যাটট্রিক করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ফলের পর দ্বিতীয় লেগে চার গোলের ব্যবধানে রিয়ালকে হারানো অ্যাতলেতিকোর জন্য এক রকম দুঃসাহসিক ব্যপারই। তারপরও ইতিহাস লিখতে চায় অ্যাতলেতিকো। অন্য দিকে প্রথম লেগের কথা ভুলে গিয়ে এ ম্যাচে জয়ের জন্যই মাঠ ছাড়তে চায় রিয়াল। ভিসেন্তে কালদেরনে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে ১টায়।
এবারে মৌসুমে একই সঙ্গে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার রেসে এগিয়ে চলেছে রিয়াল। ১৯৫৮ সালে সর্বশেষ একসঙ্গে লিগ শিরোপা ও ইউরোপিয়ান কাপ জিতেছিল স্পেনের জায়ান্টরা। ৫৮ বছর পর এবার তাদের সামনে ফের ডাবল জেতার অনন্য সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমির প্রথম লেগে এতো বড় ব্যবধানে (অ্যাতলেতিকোর বিপক্ষে ৩-০) এগিয়ে থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার রেকর্ড নেই। নিজেদের মাঠে অ্যাতলেতিকো চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ দশ খেলায় অপরাজেয় থাকলেও রিয়ালের দিকেই থাকছে বাজির দর।
রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য প্রথম লেগের জয়ের কথাটা ভুলে যেতে চান। শিষ্যদের বুধবারের দ্বিতীয় লেগটাকে নতুন একটি ম্যাচ হিসেবে নেওয়ার তাড়নাই দিয়েছেন তিনি, ‘প্রতিটি ম্যাচে আমরা যেভাবে খেলি, এ ম্যাচেও একই মনোভাব নিয়ে খেলতে যাচ্ছি। শুরু থেকে ভালো খেলে ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য। আমরা ভালো খেলতে চাই এবং শতভাগ দিয়ে ম্যাচটা জিততে চাই।’
অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনেও আত্মবিশ্বাসী। অসম্ভব সাধনেও যেন বিশ্বাস রাখতে চাইছেন তিনি, ‘নিজেদের ওপর আমাদের আস্থা আছে। আমরা আমাদের শক্তি জানি। এ ম্যাচেও আমরা সেই আস্থার জায়গা থেকে সরে আসব না। সব দল নিজেদের মাঠে যেভাবে শুরু করতে চায়, আমরা তেমন দাপুটে শুরু করতে চাই।’
দাপুটে শুরু করতে পারলে ম্যাচটা উত্তেজনার রেনু ছড়াবে আরো। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে নাম লেখাতে হলে ইতিহাসই লিখতে হবে অ্যাতলেতিকোকে। জিদানের দলের বিপক্ষে সিমিওনের শিষ্যরা কি পারবে অসম্ভব সাধন করতে?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া