adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিলানে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির আঞ্চলিক অফিস উদ্বোধন

image_54815_0রোম: ন্যাশনাল এক্সচেঞ্জ ইউরোপের একটি সফল মানি ট্রান্সফার কোম্পানি, ইতালি, পুর্তগাল, স্পেন ও গ্রিসে ন্যাশনাল এক্সচেঞ্জ এর ৬০০ এর অধিক শাখা রয়েছে।এসব শাখা থেকে ৯০ টি দেশে টাকা প্রেরণ করে ন্যাশনাল এক্সচেঞ্জ , ইতালির মিলানো শহরের গ্রাহক দের সুবিধার কথা চিন্তা করে ন্যাশনাল এক্সচেঞ্জ তাদের নিজস্ব আঞ্চলিক অফিস এর কার্যক্রম শুরু কররেন মিলানেতে ফলে নর্থ জোনের সব প্রবাসী ন্যাশনাল এক্সচেঞ্জের সব এজেন্ট এর সুবিধা ভোগ করবে।



গত ১০ নভেম্বর ইতালির মিলানো শহরের ডন বসকো গির্জার অডিটোরিয়ামে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল এক্সচেঞ্জের মিলানো আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী্ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকরাম ফরাজী আলমগীর, প্রধান অতিথি তরাকা রানাওয়ালা ফিতা কেটে ন্যাশনাল এক্সচেঞ্জ এর মিলানো আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের মিলান কনসুলেট জেনারেল মোহাম্মদ তওহিদুল ইসলাম , ন্যাশনাল এক্সচেঞ্জ এর পরিচালক – হাজী মোহাম্মদ কদ্দুছ ফরাজী ও মোহাম¥দ বাবুল এবং, বিশেষ অতিথি ছিলেন কুসাল ডি সিলভা রেমিটেন্স বিভাগের প্রধান, সমপথ ব্যাংক শ্রীলঙ্কা ।



শুভ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন রোম ও মিলানো শহরের সামাজিক ও রাজনীতিক বিশিষ্ট ব্যক্তির্বগ ও ন্যাশনাল এক্সচেঞ্জ এর মিলানোর সব ব্রাঞ্চ পরিচালক ও মিলানে অবস্থিত জনতা এক্সচেঞ্জের কর্মকর্তারা এবং বাংলাদেশী, শ্রীলংকান, নেপালি, পাকিস্থানি ,ইন্ডিয়ান ও সর্ব কমিউনিটির মানুষ। অনুষ্ঠানের সভাপতি ও কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী ন্যাশনাল এক্সচেঞ্জের সব গ্রাহক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি মিজানুর রহমান মিজান, মিলান আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন সাহা, মিলান দূতাবাসের কাউন্সিলর দেওয়ান হোসেন আইয়ুব, ইতালি যুবলীগের সভাপতি এম এ রব মিন্টু, মিলান আওয়ামী লীগের প্রবীণ নেতা আকরাম হোসেন, সৈয়দ মহসিন মিলন, সিরাজুল ইসলাম গাফফার, মান্নান মালিত, মাহবুবুর রহমান হান্নান, কবির উদ্দিন আহমেদ, সৈয়দ জামান সম্রাট, নাজমুল কবির জামান, মাশরুর ই ইসলাম, আবুল হাশেম, মজিবুর হাওলাদার, তফজ্জুল হোসেন তফু, সিরাজ খালাসী, আব্দুল খালেক রিন্টু, সুলতানা খান প্রমুখ।



উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলংকান প্রবাসীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া