adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরতালের সময়গুলোতে তাদের বিড়ম্বনা

ovabqba-ot20131111154908সাধারণ মানুষসহ হরতালের বিড়ম্বনায় আছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা। শুধু বিড়ম্বনা বললে ভুল হবে। হরতাল এখন সবার জন্যই একসাথে আতঙ্ক, ভংয়ঙ্কর এবং চরম দুর্ভোগের নাম। হরতালের এই বিপাকে পড়ে নির্মাতা ও  অভিনয় শিল্পীরা কেমন দুর্ভোগ পোহাচ্ছেন, শুটিং করতে গিয়ে তাদেরকে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পরতে হয়েছে কিনা এসব জানতেই কথা হল শোবিজ পাড়ার কিছু মানুষের সাথে… 

চলুন কিছুক্ষণের জন্য নজর বোলানো যাক হরতাল দিনের এই দম বন্ধ করা সময়গুলো কেমন কাটছে তাদের। 

হরতাল বিড়ম্বনায় পরেছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘একবার আমি আমার দুই সহকর্মীকে নিয়ে শুটিংয়ে যাচ্ছিলাম টঙ্গীতে। হঠাৎ গোলাগোলির মধ্যে পড়ে গেলাম। আমার সাথের একজনের শরীরে রাবার বুলেটও লেগে গেল। পরে তাকে পাশের এক হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে শুটিং স্পটে এসেছি। সামনেও যে এমন পরিস্থিতিতে পরতে হবে তা খুব ভালোভাবেই বুঝতে পাচ্ছি। হরতালে শুধু আমরা নই অনেকেই অকারণে এই ধরনের ভোগান্তির স্বীকার হচ্ছেন।’

হরতালের বিড়ম্বনার কথা জিজ্ঞেস করতেই একটু যেন ভুল ধরার ছলেই অভিনেতা চঞ্চল চৌধুরী বললেন, ‘আপনি এটাকে বিড়ম্বনা বলছেন। হরতাল এখন আর বিড়ম্বনার পর্যায়ে নেই। এটা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের। দিন মজুর হলেও আমাদের আর্থিক অবস্থা ভালো থাকার কারণে হয়তো বুঝি না, কিন্তু যারা দিনে আনে দিন খায় তাদের অবস্থা খুবই খারাপ।’



হরতালে চঞ্চল চৌধুরী নিজের অভিজ্ঞতার কথা বললেন এভাবে, ‘অনেকবারই এই ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। একবার ঢাকার বাইরে শুটিং এ যাওয়ার সময় এক মিছিলের মধ্যে পড়ে গিয়েছিলাম। পাঁচ সেকেন্ডের ব্যাবধানে নিজের গাড়ি নিয়ে বেঁচে আসতে পেরেছিলাম। এক প্রকার দম বন্ধ করার মত অবস্থা। এমন অবস্থা এক মুহুর্ত বা এক সেকেন্ড থাকুক তা আমি সহ সাধারণ মানুষের কেউ চায় না।’

হরতালে বিপদে পড়েও উদ্ধার হয়ে এসেছেন আনিসুর সহমান মিলন। জানালেন সেই ঘটনা। ‘ধানমন্ডি ২৭ নম্বর পার হওয়ার সময় একদল হরতালকারী আমার গাড়ি আটকে দিল। সাথে সাথে আমি গাড়ি থেকে বের হলাম। আমাকে দেখে তারা কোন ঝামেলা করল না। তবে তারা অন্য একটা পথ দেখিয়ে দিয়ে বলল, এই পথে যাওয়া যাবে না।’

নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বললেন, ‘তবে আমি একজন ষ্টার বলে এই সুবিধা পেয়েছি । কিন্তু অন্য সবাই কি এই সুবিধা পাবে? অবশ্যই পাবে না। তাহলে তাদের কি হবে? আর শিল্পীদের কাজের ব্যাপক ক্ষতি করছে এই হরতাল।’

হরতালের ধারাবাহিকতায় খুব বিরক্ত অভিনেত্রী বাঁধন। তিনি বলেন, ‘আমাদের মত দিন মজুরদের জন্য হরতালের দিন একটি বিভীষিকাময় দিন। আর হরতালের ধারাবাহিকের মতই শুটিংও ধারাবাহিকভাবে বাতিল করতে হচ্ছে। আমরা হয়তো এই ক্ষতি সামলে নিতে পারি। কিন্তু যারা গরিব দিন মজুর তাদের অবস্থা কি হচ্ছে?’



উত্তরায় বসবাসের কারণে হরতালের ঝামেলা খানিকটা কম পোহাতে হয় অভিনেতা হিল্লোলের। তিনি বলেন, ‘এখনো তেমন কোন সমস্যা হয়নি আমার। তবে দেশের যা অবস্থা তাতে যে কোন সময় বিপদে পরাটা অস্বাভাবিক নয়। হরতালে শিল্পীদের কাজের গতি কমে যায়। আর দেশের সাধারণ মানুষের ক্ষতির কথা তো বলে শেষ করা সম্ভব নয়।’

‘কিছুদিন আগে হরতালের আগের দিন আমি শুটিং এর জন্য বেরিয়েছি। হঠাৎ করেই মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আমার গাড়ির সামনে মানুষ বসে পড়ল। একটু চিন্তা না করে গাড়ি ঘুড়িয়ে অন্য রাস্তায় শুটিং স্পটে পৌঁছোলাম। আর একটু দেরি করলেই হয়তোবা আমি বড় কোন ঝামেলই পড়ে যেতাম’ হরতালের বিড়ম্বনার কথা এভাবেই জানালেন অভিনেত্রী স্বাগতা। তার মতে হরতাল ইঞ্চি ইঞ্চি করে আমাদের ক্ষতি করছে।

অভিনেত্রী ঈশানা পরিবারের সাথে কুমিল্লায় বেড়াতে গিয়ে হরতালের ভোগান্তিতে পরেছেন। তিনি জানালেন, ‘বেড়াতে এসে হরতালের কারণে আর ঢাকায় ফিরতে পারছি না। এদিকে বার বার শুটিং বাতিল করতে হচ্ছে। এই ধরনের ভোগান্তির কোন মানেই হয়না।’ 

হরতালের দিনের ভোগান্তির কথা বললেন মেহজাবিন। ‘হরতালের দিন ভোর বেলা বাসা থেকে বের হতে হয় শুটিং স্পটে যাওয়ার জন্য। গাড়ি বের করা যায় না ফলে অ্যাম্বুলেন্স দিয়ে শুটিংয়ে যেতে হয়। আর আতঙ্ক তো সবসময় বিরাজ করে। কখন যে কি হয়ে যায়। শুধু আমরা শিল্পীরা নয় হরতাল ভোগান্তির স্বীকার দেশের সব সাধারণ মানুষ।’

অভিনেতা অভিনেত্রীদের মত নির্মাতারাও হরতাল বিড়ম্বনার মধ্যে আছেন। হরতালে একেবারেই শুটিং বন্ধ রেখেছেন বলে জানান নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। হরতালের সহিংসতা ভাংচুরের মধ্যে পরেছেন কখনো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতাল শব্দটাই ভয়ঙ্কর এবং আতঙ্কের। তাই হরতালে আমি শুটিং এর কাজ বন্ধ রাখার চেষ্টা করি। এতে আমার অনেক ধরনের ক্ষতি হয় কিন্তু কিছু করার নেই। জীবন এর উপর তো আর কিছুই নেই। আর বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের জন্য হরতালের চেয়ে ভয়ঙ্কর আর কোন শব্দ নেই বলেই আমি মনে করি। তাই হরতালে শুটিং বন্ধ করে দিয়ে বেকার বসে আছি।’

হরতালকে খুব ভয় পান নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘আমি হরতালের সময়গুলোতে সমসময় চেষ্টা করি শুটিং কম রাখার, তাতে বাসা থেকে কম বের হতে হয়। আর হরতালের দিনে বাড়ির বাইরে বেশি বের হইনা। তাই ভয়ঙ্কর কোন পরিস্থিতির মুখোমুখি এখানো হতে হয়নি। তবে এ ধরনের কোন সমস্যায় যেন ভবিষ্যতে না পরতে হয় এজন্য সবার কাছে দোয়াপ্রার্থী।’

মাত্র কয়েকদিন আগেই ককটেল বিস্ফোরণসহ গাড়িতে আগুন দেওয়ার মত অবস্থার মধ্যে পরতে হয়েছিল নির্মাতা চয়নিকা চৌধুরীকে। ‘ যখন আমার সামনে এমন ঘটনা ঘটল সাথে সাথে ধোয়ায় সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল ঐ সময় কয়েক মুহুর্ত ভীষণ আতঙ্কে পার করেছি।’

হরতালের শুটিং বিড়ম্বনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘হরতালের দিন ভোর বেলা অ্যাম্বুলেন্সে করে শুটিং স্পটে যেতে হয় ফলে আমাদের বাজেট বেড়ে যায়। আর হরতালের দিন তো জীবনটাকে হাতে নিয়ে বাসা থেকে বের হতে হয় এর থেকে বড় বিড়ম্বনা আর কি হতে পারে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া