adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদুৎ প্রকল্প

ডেস্ক রিপোর্ট : পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোয় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদুৎ প্রকল্প। এর মাধ্যমে দেশটি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে কোনো দেশকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য হাতে নিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম গতকাল (৬ ফেব্রুয়ারি) জানায়, দেশটির ওয়ারজাজাতে এলাকায় ৩ হাজার হেক্টরের ওপর তৈরি করা হয়েছে এই প্রকল্প। নূর-ওয়ারজাজাতে কমপ্লেক্স নামের এই প্রকল্প এলাকাটি সাড়ে ৩ হাজার ফুটবল মাঠের সমান।

এই প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয় তা দিয়ে ইউরোপের চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মতো শহরের চাহিদা মেটানো যাবে। অথবা মরক্কোর মারাকেশ শহরের যে চাহিদা এর দ্বিগুণ পরিমাণের বিদ্যুৎ উৎপাদিত হয় সেই প্রকল্প থেকে।

সাহারা মরুভূমিতে অবস্থিত এই প্রকল্পে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা হয় ৫৮০ মেগাওয়াট। এর ফলে পৃথিবী মুক্তি পেয়েছে ৭ লাখ ৬০ হাজার টন কার্বন নিঃসরণের হাত থেকে।

মরক্কোর লক্ষ্য হলো আগামী ২০২০ সালে দেশটির ৪২ শতাংশ বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। নূর-ওয়ারজাজাতে প্রকল্পের কল্যাণে দেশটি এখন নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করছে ৩৫ শতাংশ।

এই প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ হিসেবে দিয়েছে ৪০০ মিলিয়ন ডলার এবং ক্লিন টেকনোলজি ফান্ড দিয়েছে ২১৬ মিলিয়ন ডলার।

জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক ইয়াসির বাদিহ সিএনএন-কে বলেন, “গত ২০১০ সাল থেকে মরক্কোতে বিদ্যুতের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়েছে। আমরা চাচ্ছি আগামী ২০৩০ সালের মধ্যে মরক্কোই হবে প্রথম দেশ যেখানে জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্যে জ্বালানি বেশি উৎপাদিত হবে।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া