adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটের সেরা সম্মান মেয়েরাই আনলো

স্পোর্টস ডেস্ক : ১৯৯৭ সালে মালয়েশিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার শিরোপা জয়ের সুবাদে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল টাইগাররা। এরপর ২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আইসিসি ট্রফি জয়ের পর এবার দেশের জন্য বিরাট সম্মান নিয়ে এলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়টিও এলো মালয়েশিয়ায়। রোববার নারীদের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা ঘরে তুলল বাঘিনীরা। ক্রিকেটে বাংলাদেশের জন্য এটিকেই সেরা সম্মান বলে বিবেচনা করা হচ্ছে।

ক্রিকেটের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলেও নারীদের বড় অর্জন রয়েছে। গত বছর সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে বাংলাদেশ। এই বছর হংকংয়ে অনুষ্ঠিত জকি কাপেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
বাংলাদেশের ক্রিকেটের উত্থানের কথা যদি বলতে হয় তাহলে ১৯৯৭ সালে ওই আসিসি ট্রফি জয়ের বিষয়টিই সামনে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলকে এখন শক্তিশালী দল হিসাবে বিবেচনা করা হলেও ১৯৯৭ সালের পর আর কোনো বহুজাতিক টুর্নামেন্ট জিততে পারেনি। যদিও তারপর বহুজাতিক টুর্নামেন্টে কয়েকবার ফাইনাল খেলেছে টাইগাররা।

২০১২ ও ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দুইবারই রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এছাড়া ২০০৯ ও ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলেও বাংলাদেশ শিরোপা জিততে ব্যর্থ হয়। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। – ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া