adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইভ ইট আপ’এখন ওয়েবসাইটে

স্পাের্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। ভøাদিমির পুতিনের দেশ রাশিয়ায় আগামী ১৪ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। ট্রফি জেতার লড়াইয়ে নামবেন বিশ্বসেরা তারকা লিওনেল মেসি-রোনালদো-নেইমাররা। আগামী মাসে মস্কোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ-২০১৮-এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে তৈরি করা হয়েছে ‘লাইভ ইট আপ’। যা ইতোমধ্যে ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আগামী ৭ জুন গানের ভিডিও প্রকাশ করা হবে।

হলিউড তারকা উইল স্মিথ, ল্যাটিন গ্র্যামি এওয়ার্ড বিজয়ী নিকি জ্যাম এবং আলবেনিয়ার গায়ক ও সঙ্গীত রচয়িতা ইরা ইসত্রেফি গানটি পরিবেশন করবেন।

আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফা জানায়, বিশ্বকাপ-২০১৮ এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে ‘লাইভ ইট আপ’ তৈরি করেছে ডিজে এবং রচয়িতা ডিপলো। ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলার আগে ৮০ হাজার আসনের লুজনিসি এরেনা স্টেডিয়ামের দর্শকের সামনে স্মিথ, নিসি জ্যাম এবং ইরা সিত্রেফি কয়েকমিনিট ধরে এই গান পরিবেশন করবেন। এ সময় একশ’ কোটি লোক টিভিতে দর্শক হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা গানটি ২৫ মে থেকে ওয়েবসাইটের মাধ্যমে শোনার সুযোগ পাচ্ছেন, তবে আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ করা হবে ৭ জুন।

২২ দিনব্যাপী ফিফা বিশ্বকাপ রাশিয়ার রাজধানীতে শুরু হবে। এছাড়া আরো ১১টি নগরীতে খেলার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এগুলো হলো- মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, সারানস্ক, কালিনইনগ্রাদ, ভলগোগ্রাদ, রোসটোভ-অন-ডন, নিজনি নভগোরোদ, ইকাতারিমবার্গ ও সামারা। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২টি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। -ফিফা ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া