adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াসার এমডিকে একহাত নিলেন নৌমন্ত্রী

WASAডেস্ক রিপাের্ট : ঢাকায় ২৩টি খাল চিহ্নিত করে ১৩টি উদ্ধারের পরিকল্পনা নেয়া হয়। এর মধ্যে দুটি খাল (কল্যাণপুর-‘ক’ ও রামচন্দ্রপুর খাল) উদ্ধার করা হলেও ফের দখলও হয়ে যায়। এ দুটি খাল দখলমুক্ত রাখা ও অন্যান্য খাল উদ্ধারে ঢাকা ওয়াসার নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার সচিবালয়ে নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা-সংক্রান্ত টাস্কফোর্সের ৩৬তম সভায় মন্ত্রী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের উদ্দেশ্যে বলেন, ‘আপনি কি কোনোদিন একটা ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) নিয়ে এসেছেন যে, খালে আমাদের এ টাকা লাগবে। (দখল হওয়া খাল উদ্ধারে) আপনার ম্যাজিস্ট্রেট কয়টা মামলা করছে এ পর্যন্ত আপনি জানাতে পারবেন?’

তিনি বলেন, ‘ওনারা (ওয়াসার এমডি) নিজেরা, ওনার কোনো কর্মচারী বা কর্মকর্তা এটা (খাল) দেখেন বলে আমার মনে হয় না।’

নৌ-পরিবহনমন্ত্রীর সভাপতিত্বে সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, ‘একই বিষয়গুলো আমরা সারাবছর বলে আসছি। এখন আমার তিনটি কথা। ঢাকার নিম্নাঞ্চল প্রধানত ভরাট, ফ্ল্যাড ফ্লো জোন নেই, বর্ষার পানি বেরিয়ে যাওয়ার পথ বন্ধ। এগুলো বন্ধ করতে হবে, এটা এখানে লিখতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের পানি ধরে রাখার পাত্র অর্থাৎ ডোবা, খাল, বিল ভরাট। ঢাকা শহরে কমপক্ষে ১২ শতাংশ পাত্র থাকতে হবে। আমাদের আছে দুই শতাংশ। ঢাকার পাত্রটা হলো রাস্তা। বৃষ্টি হলে রাস্তাগুলো সঙ্গে সঙ্গে ভরে যাচ্ছে দুই ঘণ্টা পরে চলেও যাচ্ছে। ভরে যাচ্ছে কারণ পাত্র নেই। ঢাকা শহরটি পুরোপুরি ঢাকা, পানি নিচে যাওয়ার কোনো জায়গা নেই। ন্যাচারাল প্রসেসটাকে আমরা ভঙ্গ করছি।’

তাকসিম এ খান বলেন, ‘তিনটি জিনিস নিশ্চিত করতে হবে- প্লাবন ভূমি থাকতে হবে, ঢাকার পাত্র বা আধার তৈরি করে দিতে হবে। পানি নিচে যাওয়ার জন্য মাঠ, ঘাস, মাটি রাখতে হবে। শুধু রাস্তা, বিল্ডিং কনস্ট্রাকশন করে বন্ধ করা চলবে না।’

এমডি আরও বলেন, ‘প্লাবন ভূমি বা নিম্নাঞ্চল যথেচ্ছ ব্যবহারের কারণে আজকে ঢাকায় দুই-পাঁচ ঘণ্টা পানি জমে থাকে। কারণ ন্যাচারাল ওয়েতে পানি বেরিয়ে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। প্লাবন ভূমি, ফ্লাড ফ্লো জোন ও নিম্নাঞ্চল অক্ষত রাখতে হবে। ড্যাপে এটা দেখানো আছে।’

‘আরেকটা দুঃখজনক সত্য কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ ড্যাপ রিভিউয়ের নামে…আমরা ঢাকা ওয়াসা ভুক্তভোগী। আমাদের একটা জায়গা ট্রিটমেন্ট প্ল্যান্ট করার জন্য চিহ্নিত আছে। হঠাৎ করে শুনলাম রিভিউ করে এর তিন হেক্টর জায়গা অবমুক্ত করে দেয়া হয়েছে। কে অবমুক্ত করল, কেন অবমুক্ত করল?’

এ সময় পাশে বসা পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমডিকে বলেন, ‘আপনিও তো ওই কমিটির (ড্যাপ রিভিউ কমিটি) মেম্বার।’

জবাবে এমডি বলেন, ‘আমি তো মেম্বার ছিলাম, এখন আমাকে ডাকে না। হঠাৎ করে দেখলাম আমাকে ডাকা বন্ধ করে দিয়েছে। যখন ৩০০ ফিট রাস্তার পাশে ২০০ ফিট খাল নিয়ে ডিসপিউট হলো, প্রধানমন্ত্রীর নির্দেশে খাল হয়েছে। ওইটার পর থেকে আমাকে ডাকে না। অথচ আমি মেম্বার।’

নৌ-পরিবহনমন্ত্রীর উদ্দেশ্যে ওয়াসার এমডি বলেন, ‘তাই স্যার এটা উল্লেখ করবেন যে, নিম্নাঞ্চলটাকে ড্যাপ অনুযায়ী অক্ষুণ্ন রাখতে হবে। এখানে কোনোরকম ব্যত্যয় করা চলবে না। এটা যদি হয় তাহলে আমরা ওয়ানস্টেপ ফরোয়ার্ড থাকলাম।’

এরপর নৌ-পরিবহনমন্ত্রী এমডিকে বলেন, ‘আমরা ঢাকা শহরে খাল উদ্ধারের একটা উদ্যোগ নিয়েছিলাম। ৪৬টি খালের মধ্যে ২৩টি চিহ্নিত করা হলো, ১৩টি উদ্ধারের পরিকল্পনা নেয়া হলো। আমার যতদূর মনে পড়ে দুটি খাল আমরা উদ্ধার করেছিলাম। বাকিগুলো উদ্ধারের কী হলো। সেগুলো তো উদ্ধারে আপনার (ওয়াসার এমডি) উদ্যোগ নেয়ার কথা।’

এমডি বলেন, ‘আমি স্যার একা না, সিটি কর্পোরেশন, ডিসি অফিস…এটা হচ্ছে স্যার।’

মন্ত্রী বলেন, ‘খাল উদ্ধার শুধু নয়, এটা ড্রেনেজ ব্যবস্থা। এ ড্রেনেজ ব্যবস্থা নদীর সঙ্গে সংযুক্ত। আপনি এরপর আর কোনো খাল উদ্ধার করতে পারলেন?’

শাজাহান খান বলেন, ‘একবার কল্যাণপুর-‘ক’ খাল ও রামচন্দ্রপুর খাল দেখতে যাই। গিয়ে দেখি ওইটা আগে যেভাবে ভরাট ছিল সেভাবে আছে। বিভিন্ন লোক বাঁশ গেড়ে দোকান, পায়খানা (শৌচাগার) ইত্যাদি করল। আমি বললাম এমডি সাহেব এগুলো দেখার জন্য কি আপনার লোক নেই? তিনি বলেন, আমার ম্যাজিস্ট্রেট আছে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই।’

এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়া গেছে- মন্ত্রী জানতে চান ওয়াসার এমডির কাছে।

এমডি পাওয়া গেছে জানানোর পর শাজাহান খান বলেন, ‘আপনি ওই জায়গায় কোনো কার্যকর ব্যবস্থা নিয়েছেন? আপনার ম্যাজিস্ট্রেট কয়টা মামলা করেছে এ পর্যন্ত, আপনি জানাতে পারবেন?’

ওখানের সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এমডি দাবি করলে মন্ত্রী বলেন, ‘গেলে আমরা দেখতে পারব তো?’

‘হ্যাঁ দেখতে পারবেন, চলুন’-বলেন আলোচিত ওয়াসার এমডি তাকসিম এ খান।

এ পর্যায়ে মন্ত্রী বলেন, ‘আমরা সমস্যাগুলো বলছি সমাধানের রাস্তাও তৈরি করছি। কিন্তু আমরা বাস্তবায়ন কতটুকু করছি- আমার প্রশ্ন হলো এ জায়গায়।’

ওয়াসার এমডির উদ্দেশে নৌমন্ত্রী বলেন, ‘আপনি ঢাকায় এই সমস্যা ওই সমস্যা বলবেন, কিন্তু উদ্ধারের পরিকল্পনা….। আমি দুটি (খাল) উদ্ধার করলাম, তারপর যদি সেটাকে মেইনটেইন না করতে পারেন। এমনকি খালের এপার-ওপার মাচা দিয়ে এর ওপর ঘর বানিয়ে বসবাস করছে। কিন্তু তার (এমডির) লোকজন দেখে না।’

তিনি বলেন, ‘ওনারা (ওয়াসা) নিজেরা, ওনার কোনো কর্মচারী বা কর্মকর্তা এটা দেখেন বলে আমার মনে হয় না।’

এমডি বলেন, ‘খাল উদ্ধার করে পাড় না বাঁধলে দখল ঠেকানো যাবে না। খাল বাঁধানো বিরাট অ্যামাউন্টের ব্যাপার।’

মন্ত্রী বলেন, ‘এমডি সাহেব আপনি তো অনেক দিন আছেন, আমিও আছি। কাজের ক্ষেত্রে আমাদের তো সম্পর্ক আছে। আপনি টাকার ব্যাপারে বললেন। তিনটি খালের টাকা তো আমিই বরাদ্দ করেছি। আপনি কি কোনো দিন একটা ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) নিয়ে আসছেন যে, খালে আমাদের এ টাকা লাগবে। টাকার বিষয়টি বড় কথা নয়, কাজ ব্যাপারটা বড়।’

ওয়াসার শীর্ষ কর্মকর্তার উদ্দেশ্যে শাজাহান খান আরও বলেন, ‘আপনার জনবল বাড়ান, আপনারা ম্যাজিস্ট্রেট বাড়ান। আমাদের মন্ত্রীমহোদয় যারা আছেন তাদের নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে খাল পরিদর্শনে যাব। আপনার দায়িত্ব হবে এইসব আপনি ক্লিন করে দেখাবেন। যাতে আপনার প্রশংসা করতে পারি- আমাদের এমডি সাহেব একটা ভালো কাজ করেছেন।’-পরিবর্তন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া