adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কথা বলুন’

AMUডেস্ক রিপাের্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় দেশবন্ধু গ্রুপের ফুড এন্ড বেভারেজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন।  

 তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানারদার বাহিনী ও তার দোষররা যেমন বাঙ্গালিদের ওপরপর নির্মম নির্যাতন, গণহত্যা ও ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছিল ঠিক তেমনি একটি ঘটনা আজ মিয়ানমারে সৃষ্টি করা হচ্ছে। 

মন্ত্রী বলেন, মিয়ানমারের গণহত্যা বন্ধে বিশ্বমানবতার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতি মধ্যে কিছুটা সাড়াও পেয়েছে।
দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া