adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরাে ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

7 HAZIডেস্ক রিপাের্ট :  হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে গত ২৮ আগস্ট সোমবার ও ২৯ আগস্ট মঙ্গলবার এসব হজযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোহাগী বেগম (৬৮), তার পাসপোর্ট নম্বর বি কে ০১৪৪৪৫৫। কিশোর গঞ্জের ওয়াসিম উদ্দিন আহমদ(৭৫), তার পাসপোর্ট নম্বর বি কে ০৪১৪৬৯১। বরিশাল জেলার আবদুল মালেক সর্দার(৭৪), তার পাসপোর্ট নম্বর বি এম ০৮৭২৫৮১। দিনাজপুর জেলার মো.আজিজুর রহমান (৬২), তার পাসপোর্ট নম্বর বিএন ০০৩৭০২৮, কুমিল্লা জেলার নুরুল ইসলাম (৮৫), তার পাসপোর্ট নম্বর  বি এফ ০০৬৯৪৫৮। খুলনা জেলার মো. খলিলুর রহমান (৫৪), তার পাসপোর্ট নম্বর ও সি ৮০৬৫০২১। ঢাকা মিরপুরের মো: আমজাদ হোসেন (৬৪), তার পাসপোর্ট নম্বর ও সি ৮০৬৫০২১।
হজের প্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে প্রায় ৪০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৭ জন পুরুষ ও ৩ জন নারী। বাংলাদেশ হজ মিশনের সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ২২৯ জন মক্কায় পৌঁছেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া