adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ইআই হলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব’

ICT-NEWS-picডেস্ক রিপোর্ট : ‘ইলেকট্রনিক পরিচয়পত্র (ইআই) তৈরি করা গেলে সামাজিক নিরাপত্তা তহবিলের দুর্নীতি প্রতিরোধ সম্ভব’ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মঙ্গলবার একাদশতম ‘গভর্নমেন্ট ফোরাম অন ইলেকট্রনিক আইডেনটিটি’ শীর্ষক সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ইআই চালু হলে সামাজিক নিরাপত্তা তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সংযোগ দিয়েছি। আশা করি ২০১৬ সালের মধ্যে স্মার্ট আইডি কার্ড দেওয়া সম্ভব হবে। এতে অনেক সমস্যার সমাধান করা যাবে।’
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘২০০৬ সালের পর থেকে এদেশে তথ্যপ্রযুক্তির উন্নতি হয়েছে। এটি সম্ভব হয়েছে এই খাতে এক ঝাঁক সম্ভবনাময় তরুণ কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে নির্মূল করা যাবে। এ ছাড়া এটি জাতীয় আয়েরও বড় একটি উৎস হবে।’
বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার জাতীয় পরিচয়পত্রধারীদের স্মার্ট ন্যাশানাল আইডি কার্ড প্রদানের কাজ করছে। পৃথিবীর অন্যান্য দেশে স্মার্ট ন্যশানাল আইডি কার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি নাগরিক সেবা নিশ্চিত করা হয় সেই অভিজ্ঞতা বিনিময় করতেই এই সম্মেলনের আয়োজন।
এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৬টি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদ।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া