adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১৫ দিনে অর্ধশতাধিক পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে পঞ্চাশের বেশি পোশাক শ্রমিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৬ এপ্রিল পোশাক শিল্প চালু হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৫ দিনে এসব শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া যায়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ মঙ্গলবার জানায় করোনা আক্রান্ত শ্রমিকের সংখ্যা ৫৫। এদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ১২ জন নারী।

তবে শিল্প পুলিশের হিসাবে করোনায় আক্রান্ত পোশাক শ্রমিকের সংখ্যা ৬০।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, এ শ্রমিকরা মোট ৩৭টি কারখানার সঙ্গে যুক্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক আশুলিয়া এলাকার। এ এলাকার ২০টি কারখানার মোট ৩৭ জন শ্রমিক করোনায় আক্রান্ত। এ ছাড়া গাজীপুর এলাকার ১০টি কারখানার ১৩ জন, চট্টগ্রামের তিন কারখানার তিনজন, নারায়ণগঞ্জ শিল্প এলাকায় তিন কারখানার পাঁচজন এবং ময়মনসিংহ এলাকার একটি কারখানার দুজন আক্রান্ত হয়েছেন। তবে খুলনা এলাকায় করোনায় আক্রান্ত কোনো শ্রমিকের তথ্য পাওয়া যায়নি।

বিজিএমই এর তথ্য মতে, ২৮ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত পোশাক কর্মী শনাক্ত হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া