adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপের ফাইনালে যেতে বাংলাদেশের লক্ষ্য ১১২

নিজস্ব প্রতিবেদক : যুব বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শামিম-শরিফুলদের দাপটে ৫০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে মাত্র ২১১ রান জমা করতে পেরেছে তারা। এ ম্যাচ জিতলে প্রথমবার কোনো বিশ্বকাপ ফাইনালে উঠবে বাংলাদেশ।

আজ টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবর আলী। ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে কিউইরা। শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানে বাংলাদেশ। দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে টাইগার যুবারা। শামিমের বলে প্রথমে আউট হন ওপেনার মারিউ।
এরপর উইকেট তুলে নেন বিশ্বকাপে বাংলাদেশের আলোচিত তারকা রকিবুল হাসান। টানা ২০টি ডট বল দেন তিনি। ১৬তম বলে ওপেনার হোয়াইটকে প্যাভিলিয়নে ফেরান এ তারকা। এতে ৩১ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেন।

তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। শামিমের আঘাতে ওয়ানডাউনে নামা লেলম্যান আউট ২৪ রানে। পঞ্চম উইকেট জুটিকে ৭৩ রান করে নিউজিল্যান্ড। অর্ধশতকের মুখে থাকা লিডস্টোন আউট হন । ৪৪ রানে শরিফুল ইসলামের এলবির ফাঁদে পড়েন তিনি।
১৪২ রানে ৬ উইকেট হারানো নিউজিল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। বেকহ্যাম হুয়েলার একপাশ আগলে রাখলেও দ্রুত আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। টাইগার যুবাদের কিপটে বোলিংয়ে কিউইরা ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৮ ওভারে ১ উইকেটে ৩২ রান করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া