adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার নিয়ন্ত্রণের দরকার নেই, পর্যাপ্ত চাল মজুদ আছে – বললেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এজন্য চালের বাজার নিয়ন্ত্রণের কিছু নেই বলে মনে করেন তিনি।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে কৃষকদের বাজারজাত করা সবজির হাট ‘কৃষকের বাজার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গত নভেম্বর মাসের শুরুর দিকে মিল পর্যায়ে সরু চালের দাম বাড়তে শুরু করে। মাত্র এক মাসের মাথায় রশিদ, মোজাম্মেলসহ প্রায় সবকটি মিলে মিনিকেট চাল প্রতি কেজিতে ৪ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত বেড়ে যায়।

চালের মজুদ পর্যাপ্ত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও দাম কেন বাড়ছে, সেই প্রশ্ন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার বলেছিলেন সরু চালের দাম কম বলে অনেকে মোটা চাল ছেড়ে তা খাচ্ছেন, সেই কারণে খুচরা বাজারে সরু চালের দাম খানিকটা বেড়েছে।

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক চালের এই মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ধানের মূল্য বৃদ্ধিকে দেখিয়েছিলেন।

তবে আজ সেচ ভবনে কৃষকদের বাজারজাত করা সবজির হাটের উদ্বোধনকালে কৃষিমন্ত্রী চালের দাম নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে। চাল নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

তবে ঊর্ধ্বমূল্যের পরিপ্রেক্ষিতে বাজারে কৃষক পর্যায়ে ছোট ছোট পেঁয়াজ উঠিয়ে ফেলায় সরকার উদ্বিগ্ন বলে জানান কৃষিমন্ত্রী। বলেন, পেঁয়াজ এখনো বড় হয়নি। আরও অনেক বড় হওয়া দরকার। আমরা এটা নিয়ে শঙ্কিত আছি। সব ছোট ছোট পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে। জানুয়ারি মাসে কী উপায় হবে? পেঁয়াজের উৎপাদন তো কমে যাবে।

এ বছর পেঁয়াজের দাম বেশি থাকায় আগামী বছর দেশে অনেক বেশি পেঁয়াজ উৎপাদন হতে পারে বলে ধারণা মন্ত্রীর। এতে করে পরবর্তী বছর কৃষক পেঁয়াজের ন্যায্যমূল্য পাবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, যখন দেশে পেঁয়াজ উত্তোলন করা হয় তখন বিদেশি পেঁয়াজের আমদানির কারণে দেশি পেঁয়াজ বিক্রি করতে পারে না আমাদের কৃষকরা। তাই বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা পেঁয়াজের মৌসুমে তা আমদানি বন্ধ রাখার কথা জানিয়েছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া