adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইএসের লক্ষ্য এবার জার্মানি

ISআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স-বেলজিয়ামের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) টার্গেট এবার ইউরোপের আরেক দেশ জার্মানি। দেশটির বাসিন্দা মুসলিমদের প্ররোচিত করার চেষ্টায় রয়েছে আই এস।

হামলা করার ডাক দেওয়া হয়েছে বন বিমানবন্দর এবং চ্যান্সেলর অাঙ্গেলা মেরকেলের দফতরে। ইন্টারনেটে এই দুটি জায়গার পাঁচটি ছবি পোস্ট করে আই এস স্লোগান দিয়েছে, ‌‘‌আল্লার শত্রুদের’‌ বিরুদ্ধে জার্মান মুসলিমদেরই প্রতিশোধ নিতে হবে।

সিরিয়ায় আই এস ঘাঁটিতে মার্কিন জোটের বিমানহানায় সরাসরি না হলেও অংশ নিয়েছে জার্মানি। মার্কিন বোমারু বিমানে জ্বালানি ভরার ব্যবস্থা হয়েছে জার্মান বিমানবাহিনীর ঘাঁটিতে।

যদিও আই এস’র হুমকিতে আদৌ ভীত নয় জার্মান প্রশাসন। গত নভেম্বরে প্যারিস হামলার পর থেকেই জার্মানিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সিরিয়া, ইরাক থেকে পালিয়ে আসা সাবেক জঙ্গিরা রয়েছে পুলিশের কড়া নজরদারিতে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া