adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনের অগ্নিকাণ্ডে সংঘবদ্ধ চক্রের ৬ জনের বিরুদ্ধে মামলা

SUNDARBONডেস্ক রিপোর্ট : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার গহীন অরণ্যে আগুন লাগার ঘটনায় ৬ জনের নামে মামলা করেছে বন বিভাগ। গঠন করা হয়েছে তিন সদস্যর তদন্ত কমিটি। ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। 

১৮ এপ্রিল সোমবার আবারো চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার গহীন অরণ্যে আগুন ধরিয়ে দেয় একটি সংঘবদ্ধ চক্র। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ২৮ মার্চ ও ১৩ এপ্রিল একই এলাকায় স্থানীয় ওই প্রভাবশালী মহল অরণ্যে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে ২২ দিনে তিন দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভয়াবহ আগুনে পুড়েছে বনের সুন্দরী, শিংরা, নলবোনসহ বিশাল এলাকা। এ ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী মহলকে চিহ্নিত করেছে বনবিভাগ ও স্থানীয়রা। এলাকাবাসীর দাবী, এই বন জ্বালিয়েই দিয়েছে তারা। 

বনবিভাগ ও স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তাদের জিম্মি করে অরণ্যে এ ধরনের নাশকতা চালাচ্ছে অভিযুক্তরা।

পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা মো: সাইদুল ইসলাম, বন বিভাগের পক্ষ থেকে অ্যাকশন নিয়েছি আমরা। এবং এবছর আসামী সনাক্ত করে মামলা দায়ের করেছি। 

গত ১৪ বছরে সুন্দরবনে ২১ বারের আগুন লাগার ঘটনার মধ্যে এবারই প্রথম দোষীদের চিহ্নিত করে মামলা করেছে বন বিভাগ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া