adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্টফোনই জানাবে আপনার প্রেগনেন্সি

1435847677বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আর দরকার হবে না প্রেগনেন্সি টেস্ট কিটের। একদিন স্মার্টফোনই জানিয়ে দেবে আপনি প্রেগন্যান্ট কিনা। জার্মানির হ্যানোভার ইউনিভর্সিটির হ্যানোভার সেন্টার ফর টেকনোলজির গবেষকরা স্মার্টফোনের জন্য তৈরি করেছেন এমনই এক ফাইবার অপটিক সেন্সর যার সাহায্যে ডায়বেটিস, প্রেগনেন্সি সহ একাধিক বায়োমলিকিউলার টেস্ট করা যাবে।

স্মার্টফোনের সেন্সর বডি ফ্লুইড, রক্ত, ইউরিন, লালা, ঘাম ও নিশ্বাস পরীক্ষা করতে পারবে। এমনকী, এই সেন্সরের সঙ্গে জিপিএস সিগনাল যুক্ত করলে তা জানিয়ে দেবে আপনার পার্শবর্তী ওষুধের দোকান, হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের হদিসও। সারফেস প্লাসমন রিজোনেন্সের সাহায্যে কাজ করে এই সেন্সর।

অপটিকস এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে এই গবেষনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া