adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাক্তন কৃষি-উপমন্ত্রী মাঈন উদ্দিন ভূঞা আর নেই।

news_imgডেস্ক রিপোর্টঃ প্রাক্তন কৃষি-উপমন্ত্রী ও জাতীয় সংসদের প্রাক্তন হুইপ মাঈন উদ্দিন ভূঞা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর। 

বুধবার তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন

মরহুম মাঈন উদ্দিন ভূঞা ১৯৪৮ সালে ১৫ অক্টোবর নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম হাজী জালাল উদ্দিন ভূঞা।

ছাত্রজীবনে মাঈন উদ্দিন ভূঞা ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৭২ সালে তিনি ভাসানী ন্যাপের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। পরে ১৯৭৯ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের জন্য নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮১ সালেও পুনরায় এমপি নির্বাচিত হন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

১৯৮৫ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। তিনিই প্রথম নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় পার্টির শাসনামলে তিনি দীর্ঘ দিন জাতীয় সংসদের হুইপসহ কৃষি উপ-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। তার মৃত্যুতে নরসিংদী সহ সর্বমহলের মানুষ শোক প্রকাশ করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া