adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তার বক্তব্য সমঝোতার দেয়াল উঁচু করবে’

image_73954_0নারায়ণগঞ্জ: সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ওই বক্তব্যের কারণে সরকারের সঙ্গে বিএনপির সমঝোতার দেয়ালকে আরো উঁচু করবে।’
তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের পরেও সমঝোতার পথ খোলা ছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার বক্তব্য সে পথ সংকুচিত করে দিয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ২৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ পরিদর্শন শেষে সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট এলাকায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের বিএনপির সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানের নামে জনগণকে নির্যাতন করা হচ্ছে। মানুষ বিশ্বাস করতে পারছে না, এরা কি বাংলাদেশের পুলিশ বাহিনী?’ এসময় সাতক্ষীরা ও গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে সাধারণ মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।
যোগাযোগ মন্ত্রী আরো বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপির সম্পদ তদন্তের যে উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দুদক এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করবে।’
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্মমহাসচিব লিয়াকত হোসেন খোকা, সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী শাহজাহান খান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জহির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া