adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আবাহনীর কাছে মোহামেডানের হার

হুমায়ুন সম্রাট : শুরুতেই দিক হারানো মোহামেডানকে কক্ষপথে ফেরাতে প্রাণপণ লড়াই করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার দারুণ প্রচেষ্টার পরও চির প্রতিদ্বিন্দ্বী আবাহনীর বিপক্ষে হার এড়াতে পারেনি মোহামেডান।
আজ বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় আবাহনীর কাছে ৫ উইকেটে হেরেছে মোহামেডান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেটে ১৬৮ রান করে মোহামেডান।
৪৬ রানে ছয় উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া মোহামেডান দেড়শ’ পার হয় মাশরাফি ও নাঈম ইসলামের দৃঢ়তায়। ৭৩ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন মাশরাফি। রান আউট হওয়ার আগে ৪৫ রান করেন নাঈম। আর কেউ ভালো করতে না পারায় লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি মোহামেডান।
১৮ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সফলতম বোলার শুভাশীষ রায়। জবাবে ৩৭ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
সর্বোচ্চ ৫৫ রান করেন লিটন দাস। ৪১ রান আসে রকিবুল হাসানের ব্যাট থেকে। এছাড়া নাসির হোসেন ২৪ রান করেন। ২৬ রানে ২ উইকেট নেন মোহামেডানের আলাউদ্দিন বাবু।


 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া