adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালির জয় – লিখটেনস্টেইনের জালে স্পেনের ৮ গােল

SPENস্পাের্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপ হতাশার কথা এখনো ভুলতে পারেনি স্পেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল বিশ্বকাপে গিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল লা রোজাদের। এরপর দলে উলটপালট হয়েছে অনেক। সিনিয়র খেলোয়াড়েরা অবসর নেওয়ায় তরুণদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন কোচ হুলিয়েন লোপেতেগুই। তা স্বপ্নের পথেই হাঁটছে লোপেতেগুইর দল। গত রোববার বিশ্বকাপ বাছাইয়ে ইতালির বিপক্ষে ৩-০ গোলে জেতা স্পেন মঙ্গলবার রাতে গড়ে ফেলেছে রেকর্ডই। লিখটেনস্টেইনকে হারিয়েছে ৮-০ গোলে। প্রতিপক্ষের মাঠে গিয়ে এটাই স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়।

রেকর্ড এই জয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার আরও কাছে পৌঁছে গেল স্পেন। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে জয় পেয়েছে ইতালিও। নিজেদের ঘরের মাঠে ইতালি ১-০ গোলে হারিয়েছে ইসরায়েলকে। এর ফলে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে স্পেন। দুই নম্বরে থাকা ইতালির পয়েন্ট ১৯। পয়েন্ট তালিকা বলছে, বাকি দুটি ম্যাচের একটিতে জিতলেই সররাসরি রাশিযা বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে স্পেন। সেক্ষেত্রে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে তাকিয়ে থাকতে হবে প্লে-অফের দিকে।

দুর্বল লিখটেনস্টেইনের মাঠে গিয়ে ম্যাচের ৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় স্পেন। দলকে এগিয়ে দেন সার্জিও রামোস। গোলের এই ধারাবাহিকতা ধরে রেখে প্রথমার্ধেই লা রোজারা এগিয়ে যায় ৪-০ গোলে। নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাওয়ে জয়ের রেকর্ড গড়ার পথে স্পেন দ্বিতীয়ার্ধেও পায় ৪ গোল। রিয়াল মাদ্রিদ থেকে এ মৌসুমেই চেলসিতে যোগ দেওয়া আলভারো মোরাতা ও বদল হিসেবে নামা ইয়াগো অ্যাসপাস, দুজনেই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ডেভিড সিলভা এবং ইসকোও। স্পেনের অন্য গোলটি আত্মঘাতী।কাকতালীয়ভাবে, নিজেদের ঘরের মাঠে লিখটেনস্টেইনেরও এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার।
স্পেনের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয়টি অবশ্য ১৩-০ গোলের। যে জয়টি তারা পেয়েছিল ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৩ ফিফা কনফেডারেশনস কাপে। তাহিতির বিপক্ষে। তবে সেই জয়টা ছিল নিরপেক্ষ ভেন্যুতে। প্রতিপক্ষের মাঠে গিয়ে মঙ্গলবারের জয়টাই তাদের সবচেয়ে বড় জয়। স্পেনের গোল বন্যার দিনে ইতালি ইসরায়েলের বিপক্ষে পেয়েছে কষ্টার্জিত জয়। ম্যাচের ৫৪ মিনিটে একমাত্র গোল করেছেন ফরোয়ার্ড সিরো ইমোবাইল।
মঙ্গলবার ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপের বাছাইয়ে জয় পেয়েছে ওয়েলস, সার্বিয়া, আইসল্যান্ড তুরস্ক এবং ফিনল্যান্ডও। ওয়েলস মালদোভার মাঠে গিয়ে জিতেছে ২-০ গোলে। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিপক্ষে সার্বিয়া পেয়েছে ১-০ গোলের অ্যাওয়ে জয়। আইসল্যান্ড নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে। নিজেদের মাঠেই তুরস্ক ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়াকে। কসোভোর বিপক্ষে ফিনল্যান্ডের ১-০ গোলের জয়টা অ্যাওয়ে ম্যাচে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া