adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তোফায়েল বললেন – বিরোধীদলেই ভালো ছিলাম

Tafael20140405144333_4329আবুল বাশার নূরু : আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টানা ২১ বছর বিরোধীদলে ছিলাম। এরপর ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলাম। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আবার বিরোধীদলে ছিলাম। কখনই হতাশ হইনি। বরং বিরোধীদলে থাকাকালীন সময়েই ভাল ছিলাম। জবাবদিহিতা ও দায়বদ্ধতা কম ছিল। এখন অনেক জবাবদিহিতা, অনেক দায়বদ্ধতা।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন তোফায়েল।
গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এটি সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন এবং নতুন করে আবার নির্বাচন করার আভাসও দেয়া হয়েছিল- সাংবাদিকদের এ মন্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬ সালের ১৫ জানুয়ারি একটি নির্বাচন করে সরকার গঠন করেছিল বিএনপি। মাত্র দেড় মাসের মধ্যে সংসদ ভেঙ্গে নতুন করে নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু গত ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন করে বিএনপি সরকারকে নতুন নির্বাচন দিতে বাধ্য করাতে পারেনি। এ ব্যর্থতা সরকারের নয়, বিএনপির। তাই তাদেরকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কোন নির্বাচন বা নির্বাচন নিয়ে সংলাপ হবে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া