adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেলসি-আর্সেনালের লজ্জাজনক হার

terryস্পোর্টস ডেস্ক : বছরের প্রথম দিনই ভক্তদের লজ্জা উপহার দিল ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট দুই ক্লাব চেলসি এবং আর্সেনাল। হোয়াইট হার্ট লেনে গিয়ে স্বাগতিক টটেননহ্যামের কাছে ৫-৩ গোলের লজ্জায় ডুবতে হয়েছে হোসে মরিনহোর শিষ্যদের। আর সাউদাম্পটনের মাঠে গিয়ে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। এছাড়া লেইচেস্টার সিটির সঙ্গে ড্র করেছে লিভারপুল। সাউদাম্পটনের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ানোর পর হোসে মরিনহো বেশ ক্ষেপেছিলে। সাউদাম্পটনের সমালোচনা করে বলেছিলেন, তারা যেন মাঠে একপাল গরু বেধে রেখেছেন। কিন্তু টটেনহ্যামের কাছে ৫-৩ গোলে হারের পর এবার কী বলবেন মরিনহো! এত বড় ব্যবধানে হারের পর যদিও পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে চেলসি। ২০ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট করে নিয়ে শীর্ষেই রইল চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শুধু গোল ব্যবধানে একধাপ পিছিয়ে থাকল ম্যানসিটি। অপরদিকে সাউদাম্পটনের কাছে হেরে পয়েন্ট তালিকায় এখন আর্সেনালের অবস্থান পঞ্চম স্থানে। দিয়েগো কস্তার গোলে অবশ্য এগিয়ে গিয়েছিল চেলসি। যদিও ৩০ সিনিটে গোলটি শোধ করেন হ্যারি কেন। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান ড্যানি রোজ। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৪) তৃতীয় গোল করেন অ্যান্ড্রোস টাউনসেন্ড। ৫২ মনিটে চতুর্থ গোল করেন হ্যারি কেন। ৭৮ মিনিটে চেলসির পরাজয়ের কফিনে শেষে পেরেক ঠুকে দেন নাসের সাদিল। ৬১ মিনিটে এডিন হ্যাজার্ড আর ৮৭ মিনিটে দ্বিতী গোল শোধ করেন জন টেরি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া