adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিকের প্রতি বার্সা প্রেসিডেন্টের সতর্কবাণী

ছবি: সংগৃহীতস্পোর্টস ডেস্ক : বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতি সতর্কবাণী উচ্চারন করলেন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউ। তিনি জানিয়েছেন পিকের খেলাতে মনোযোগ দেওয়া উচিত।
বার্তেমেউ আরো জানান পিকে জাতীয় দলের হয়েও ভালো ফর্মে নেই। মাঠের বাইরের আচরনের জন্য সে খবরের শিরোনাম হচ্ছে যা তার খেলায় প্রভাব ফেলছে।
এদিকে কয়েকদিন আগে গাড়ি পার্কিং নিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন পিকে। এছাড়াও বার্সার ম্যাচ চলাকালিন ডাগ আউটে বসে মোবাইল ফোন ব্যবহার করায় কোচ লুইস এনরিকের রাগের কারণও হয়েছিলেন তিনি।
বার্তেমেউ এক সাক্ষাতকারে বলেন, ‘পিকে এখন আর তার আগের ফর্মে নেই। এখন তার নিজের পারফরম্যানসের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমরা তার বিতর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলছি যেটি সে নিজেও জানে। যা হওয়াটা মোটেই উচিত হয়নি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের কর্মকান্ডের এখানেই ইতি ঘটবে এবং সকল ফুটবলার তাদের খেলায় মনোযোগ দিবে।’
উল্লেখ্য যে, পিকে এ মৌসুমে বার্সার হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে দলে সুযোগ পেয়েছে। এটিই প্রমান করে যে পিকে এখন নিজের ফর্মের সাথে সংগ্রাম করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া