adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যান্ত শিয়ালটি গিলে ফেললো অজগর

ডেস্ক রিপোর্ট : ক্ষুধার জ্বালা মেটাতে জীবন্ত শিয়ালকে খেয়ে নিল অজগর। এ দিয়ে তার ছয় মাসের আহার সপন্ন হলো। নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে এক জ্যান্ত শিয়াল। ক্ষুধার জ্বালা মেটাতে বিশাল আকৃতির অজগরটি গত রোববার রাত ১১টার দিকে বের হয়ে আসে। এলাকাবাসী জানান, অজগরের কবলে পড়া শিয়ালের ভয়ার্ত হাঁকে প্রায় অর্ধশত শিয়াল এটিকে রক্ষার জন্য ভীষণ চিতকার শুরু করলে স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
লোকজনের উপস্থিতিতে অন্য শিয়ালগুলো পালিয়ে গেলেও ক্ষুধার্ত অজগরটি তার শিকার শিয়ালটিকে ছাড়েনি। শিয়ালটিকে খেয়ে ফেলার দৃশ্য একনজর দেখতে ওই রাতেই বনে ভিড় করে শত শত গ্রামবাসী। ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক বলেন, অজগরটি এই শিয়ালকে খেয়ে ফেলার মাধ্যমে প্রায় ছয় মাসের আহার করে নিল। তিনি জানান, বর্তমানে অজগরটি সুস্থ রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া