adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি চলে যাওয়ায় বার্সেলোনার আক্রমণেভাগে খেলোয়াড় চান কোচ কোম্যান

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি এখন ফ্রান্সের পিএসজি ক্লাবের খেলোয়াড়। ফলে বার্সেলোনায় তার জায়গাটা এখন শুন্য। অন্যদিকে সদ্যই ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় নাম লেখানো সার্জিও আগুয়েরো ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ১০ সপ্তাহের জন্য। আর তাতেই আক্রমণভাগের দুর্বলতা দেখছেন বার্সা কোচ কোম্যান। এই মুহূর্তে কোচের চাওয়া আরও একজন গোলদাতা যেন দলে ভেড়ায় বার্সা। – গোল ডটকম

প্রতি মৌসুমে গড়ে কমপক্ষে ৩০ থেকে ৪০টি গোল করতেন লিওনেল মেসি। আর তার বার্সা ছাড়ার পর এদিকেই দুর্বল হয়ে পড়বে বার্সা। এমনটাই ভাবছেন কোম্যান। এদিকে বার্সেলোনার অর্থনৈতিক দুর্দশা সম্পর্কেও বেশ ধারণা আছে কোম্যানের। তবুও একজন ফরোয়ার্ডের চিন্তা করছেন কোম্যান। খেলোয়াড়দের বেতন থেকে শুরু করে বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক দুর্দশা ভাবনায় রেখেই কোম্যানের এই চাওয়া। আর সেটিও গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষের আগেই সেরে ফেলতে চান তিনি।

যদিও মেসি-আগুয়েরো ছাড়াও কোম্যানের হাতে ফরোয়ার্ড আছেন অ্যান্তোনিও গ্রিজম্যান, মার্টিন ব্র্যাথওয়েট, মেমফিস ডিপাই, ফিলিপ কুতিনহো এবং উসমান দেম্বেলে। তবুও আরও একজন ফরোয়ার্ডের স্বপ্ন দেখছেন কোম্যান। প্রধান দলের বাইরেও বার্সেলোনার ফরোয়ার্ড তালিকায় লা মাসিয়া থেকে উঠে আসা ইউসুফ ডেমির রয়েছেন। – মার্কা/সারাবাংলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া