adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমার আর ৫ বছর খেলবেন পিএসজিতে, প্রতি বছর পাবেন ৩০ মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সঙ্গে চলতি বছর চুক্তি শেষ ব্রাজিলিয়ান নেইমারের। একই দলের সঙ্গে এবার নতুন চুক্তিতে ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পিএসজির হয়ে মাঠ মাতাবেন নেইমার। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

ফ্রেঞ্চ গণমাধ্যম এল’ ইকুইপের বরাতে স্কাই নিউজের সাংবাদিক ফ্যাবিও রোমানো জানিয়েছেন, আরও ৫ মৌসুম প্যারিসে থাকছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো কামাবেন নেইমার। ২০২৬ সালের জুনে শেষ হবে এই চুক্তি। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলে পাবেন বাড়তি বোনাস।

২০১৭ সালে সবাইকে অবাক করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। দলবদলে ইতিহাস গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২২ সাল পর্যন্ত ছিল এই চুক্তি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে প্যারিসে পাড়ি জমালেও শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন নেইমার। গুঞ্জন ছিল বার্সায় ফিরে আসার।

গেল কয়েক বছর ধরেই ফ্রান্সের ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য পিএসজি। শেষ দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ও সেমিফাইনালে গিয়েও শিরোপা বঞ্চিত হতে হয় দলটিকে।- স্কাই নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া