adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুম-হত্যা বন্ধ না হলে সরকারের পরিণতি ভয়াবহ: মাহবুব

নিজস্ব প্রতিবেদক : গুম, হত্যা ও অপহরণ বন্ধ না হলে সরকারকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় আইনজীবী চন্দন কুমার সরকার হত্যাসহ সারাদেশে খুন ও গুমের প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
বার কাউন্সিলের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৪ মে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিল, ৫ মে বিক্ষোভ সমাবেশ, ৬ মে মানববন্ধন, ৭ মে প্রতিবাদ সমাবেশ ও ৮ মে প্রতীকী অনশন। সুপ্রিম কোর্টসহ দেশের সব আইনজীবী সমিতিতে এই কর্মসূচি পালন করা হবে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর কোনো লোক কাউকে গ্রেফতার করতে পারবে না-সেই নির্দেশ অবিলম্বে দিতে হবে। কারণ এতে আইনশৃঙ্খলা বাহিনীর নাম করে সাদা পোশাকধারী দুষ্কৃতিকারীরা এই অপরহরণ ও হত্যার সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, এই দেশে বর্তমানে যে গুম, হত্যার আতঙ্ক চলছে, তা থেকে দেশবাসীকে মুক্ত করার দায়িত্ব সরকারের। অন্যথায় এর জন্য সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া