adv
২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে প্রস্তুত সরকার : আসাদুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক :সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করে পহেলা বৈশাখ  নির্বিঘ্ন  করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃখলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী।আগামী ১৪ এপ্রিল বাংলা ১৪২১ সালের প্রথম দিন। নানা আয়োজনে নববর্ষের এ দিনটি পালন করে বাঙালি।আসাদুজ্জামান খান বলেন, প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ  নির্বিঘ্ন  পালন করা হবে। এ বিষয়ে আমরা আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এবারও পহেলা বৈশাখ সুন্দর হবে। সবাই মন খুলে আনন্দ উপভোগ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যা যা প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছি। আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তাই নেওয়া হবে।রাজধানীতে পহেলা বৈশাখ উপলক্ষে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হবে জানিয়ে তিনি বলেন, সময়মতো তা জানিয়ে  দেওয়া হবে। কিছু রাস্তায় ব্যারিকেড থাকবে এ সংক্রান্ত ম্যাপ দেওয়া হবে এবং তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সবাইকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালানো হবে বলেও এসময় উল্লেখ করেন প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের উৎসবকে নির্বিঘে করতে বিজিবি, পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ডসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে।২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় তদন্তের অগ্রগতি সর্ম্পকে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।বৈঠকে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া