adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি আক্রোশের শিকার : মাবিয়া

Mabiaস্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে তুর্কমেনিস্তানে বসবে পঞ্চম এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্ট গেমস। ৪৪ দেশের অংশ গ্রহণের এই প্রতিযোগিতায় দু'জন ভারোত্তোলক পাঠাবে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন। একজন নারী ও একজন পুরুষ ভারোত্তোলক বেছে নেওয়া হবে। তবে তার আগে ওই আসরকে সামনে রেখে অনুশীলনের জন্য এর মধ্যে নাম ঘোষণা করা হয়েছে ছয় জনের। কিন্তু সেই ছয়ের তালিকায় নেই সর্বশেষ এসএ গেমসে সোনা জেতা মাবিয়া আক্তার সীমান্ত। শেষ দুটি আন্তর্জাতিক আসরে বাজে পারফরম্যান্স ও নতুনদের সুযোগ দেওয়ার নীতিকে কারণ হিসেবে দেখিয়ে রাখা হয়নি মাবিয়াকে। যে দুটি কারণকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন খোদ মাবিয়া। বরং দেশসেরা তারকা এই ভালোত্তোলকের দাবি, ফেডারেশন কর্তাদের আক্রোশের শিকার হচ্ছেন তিনি।

এসএ গেমসে সোনা জয়ের পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে তুমুল আলোচিত নাম মাবিয়া। শিলং-গৌহাটিতে যখন একটা সোনার সন্ধানে হা-পিত্তেশ করে মরছিল বাংলাদেশ, তখন মাবিয়াই হাঁসি ফিরিয়েছিলেন সবার মুখে। বিজয় মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সুরে সুর মেলাতে গিয়ে পতাকাকে স্যালুট করে তার কান্নার দৃশ্য তো কাঁদিয়েছিল গোটা দেশকেই। এরপর সময় গড়িয়েছে প্রায় দেড় বছর। মাবিয়া নিজের পারফরম্যান্সকে আরো ওপরে নিয়ে গেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক আসরে পদক জয় সম্ভব না হলেও নিজের পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছেন আন্তর্জাতিক আসরেও। তারপরও এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্ট গেমসে তাকে না রাখায় হতাশা এবং ফেডারেশন কর্তাদের প্রতি ক্ষোভ লুকিয়ে রাখতে পারলেন না মাবিয়া। মঙ্গলবার (২৩মে) আলাপকালে মাবিয়া বললেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ যেটা তারা দেখাচ্ছেন, সেটা একদমই তাদের মনগড়া কথা। এটা কোনো যুক্তি না। আমি যেহেতু এখন টপে আছি তাই আমাকে সরানোর জন্য কোনো না কোনো বাহানা তো লাগবে। সেটাই তারা করছেন।’
এরপর মাবিয়া তুলে ধরেন সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সের কথা। ‘এসএ গেমসে আমি যে ওজন তুলেছি তুর্কমেনিস্তানে (এশিয়ান ভারোত্তোলোন চ্যাম্পিয়নশিপ ২০১৭ তে) তার চেয়ে আমি বেশি ওজন তুলেছি। ন্যাশনালে ১৭২ তুলে রেকর্ড গড়ার পর সেখানে আবার সেটিকে ব্রেক করে ১৭৪ তুলেছি। আর সর্বশেষ বাকুতে তুলেছি ১৭৯ কেজি। ছয় জনের মধ্যে আমি ছয় নম্বর হয়েছি ঠিক। কিন্তু যখন আপনি পারফরম্যান্সের কথা বলবেন তখন দেখতে হবে আমি কতো কেজি ওজন তুলে ছয় নম্বর হয়েছি। আমার সেরা পারফরম্যান্স দিয়েও যদি সেরা পারফরমার না হই তাহলে এটার প্ল্যানিংয়ে ভুল কার? দায় আমার না ফেডারেশনের?’-পরিবর্তন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া